সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত দেবেগৌড়ার নাতি তথা কর্নাটকের (Karnataka) হাসানের বিদায়ী সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে (Prajwal Revanna) সাসপেন্ড করল দল জেডিএস (JDS)। পাশাপাশি জবাবদিহি চেয়ে শোকজ নোটিশ পাঠানো হয়েছে তরুণ সাংসদকে। দিন দুই আগে জেডিএস প্রার্থীর যৌন কেলেঙ্কারির ভিডিও ফাঁস হয়। একাধিক মহিলার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে প্রজ্জলের বিরুদ্ধে। ঘরে ও বাইরে চাপে পড়ে শেষ পর্যন্ত বিদায়ী সাংসদ সাসপেন্ড করল জেডিএস।
কর্নাটকের শাসক দল কংগ্রেস (Congress)। অন্যদিকে দেবেগৌড়ার দল জেডিএস অন্যতম বিরোধী। তারা কেন্দ্রের শাসক দল বিজেপির (BJP) অন্যতম শরিক দলও বটে। কদিন আগেই দক্ষিণের রাজ্যে এসে প্রজ্জ্বলের হয়ে প্রচার করে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এর পরেই ফাঁস যৌন কেলেঙ্কারির ভিডিও। প্রজ্জ্বল এবং তাঁর বাবা তথা দেবেগৌড়ার মেজো ছেলে জেডিএস বিধায়ক এইচডি রেভান্নার নাম জড়ায় এই ঘটনায়। নির্যাতিতা মহিলা দাবি করেন, তাঁকে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে বহুবার যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল। তাঁর অভিযোগ, প্রজ্জ্বলের বাবা এইচডি রেভান্নার স্ত্রী যখনই বাড়িতে থাকতেন না, তখনই পরিচারিকাদের ওপর যৌন নির্যাতন চালাত জেডিএস সাংসদ।
নির্যাতিতার অভিযোগ, তিনি কাজে যোগ দেওয়ার তিন মাস পরে প্রজ্জ্বল রেভান্না তাঁকে কোয়ার্টারে ডাকতেন। বলেন, ‘যখনই প্রজ্জ্বল রেভান্না বাড়ি ফিরতেন আমরা ৬ মহিলা কর্মী তটস্থ হয়ে যেতাম। এমনকী বাড়ির পুরুষ কর্মচারীরাও আমাদের সাবধানে থাকার পরামর্শ দিতেন।’ ভিডিও ফাঁস হওয়ার পরে জানা যায়, প্রজ্জ্বল দেশ ছেড়ে জার্মানি পালিয়েছেন। প্রজ্জ্বলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে কর্ণাটকের কংগ্রেস সরকার। সব মিলিয়ে দেবেগৌড়ার নাতির উপরে চাপ তৈরি হচ্ছিল দলের মধ্যেই। এই পরিস্থিতিতে প্রজ্জ্বলকে সাসপেন্ড করল দল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.