Advertisement
Advertisement

Breaking News

বিরোধী শিবিরে ধাক্কা! কর্ণাটকে ভরাডুবির পর বিজেপির দিকে ঝুঁকছে ‘পুরনো বন্ধু’ জেডিএস

২০২৪-এর আগে নীরবে ঘর গুছিয়ে নিচ্ছে গেরুয়া শিবির।

JDS snubs opposition unity moves for 2024, may sided with BJP | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 7, 2023 5:32 pm
  • Updated:June 7, 2023 5:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চন্দ্রবাবু নায়ডুর (Chandrababu Naidu) পর এইচ ডি কুমারস্বামী! বিরোধী শিবিরকে ধাক্কা দিয়ে ২০২৪ লোকসভার আগে বিজেপির দিকে ঝুঁকছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, জেডিএসের তরফে ইতিমধ্যেই বিজেপিকে ‘বার্তা’ পাঠানো শুরু হয়েছে।

কর্ণাটক বিধানসভা (Karnataka Assembly Election) নির্বাচনের কয়েক মাস আগে পর্যন্ত নিজেকে প্রবলভাবে বিজেপি (BJP) বিরোধী বলে দাবি করতেন কুমারস্বামী (HD Kumarswamy)। বিরোধী শিবিরের সব বৈঠকে থাকত তাঁর দল। এমনকী কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করে গিয়েছিলেন। কিন্তু কন্নড়ভূমে পালাবদল হতেই সুর বদলে গেল এইচ ডি কুমারস্বামীর। সূত্রের খবর, আগামী লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জট করতে চাইছে জেডিএস। কুমারস্বামীর দল ইতিমধ্যেই বিজেপির সঙ্গে গোপনে কথাবার্তা শুরু করে দিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: করমণ্ডল বিভীষিকার মাঝেই এবার দুর্ঘটনা মধ্যপ্রদেশে, লাইনচ্যুত তেলবাহী মালগাড়ি]

শোনা যাচ্ছে, বিধানসভায় ভরাডুবির পর নিজেদের ভোটব্যাংক পুনরুদ্ধার করার চেষ্টা করছে জেডিএস। জেডিএস (JDS) শীর্ষ নেতৃত্বের ধারণা, বিজেপির সঙ্গে জোট করলে সেরাজ্যে কংগ্রেসকে হারানো সম্ভব। সেকারণেই লোকসভার আগে তাঁরা ভিড়ছেন গেরুয়া শিবিরে। কুমারস্বামীর বাবা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ব্যক্তিগত সম্পর্ক ভাল। সেই সম্পর্ককেই কাজে লাগাতে চাইছে জেডিএস।

[আরও পড়ুন: অশ্বিনের উপরেই পড়ল কোপ, রোহিত বলছেন, ‘দলের প্রয়োজনেই বাদ দিতে হয়েছে’]

তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, দীর্ঘদিন ধরে দেশে বিজেপি বিরোধী মহাজোট নিয়ে একটা জল্পনা শোনা যাচ্ছে। বিরোধী শিবিরের তাবড় নেতারা একে অপরের সঙ্গে দেখাও করছেন। কিন্তু এ পর্যন্ত সেভাবে বিরোধী জোটের রূপরেখা কোনওভাবে তৈরি হয়নি। অথচ বিজেপি একপ্রকার নীরবেই নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে। ২০২৪-এর জন্য সেই সেই রাজ্যে গেরুয়া শিবির জোটসঙ্গী জোগাড় করে ফেলেছে, যে রাজ্যগুলিতে তারা সাংগঠনিকভাবে দুর্বল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement