Advertisement
Advertisement

Breaking News

দীর্ঘ রোগভোগের পর চলে গেলেন ‘আম্মা’, দাবি স্থানীয় সংবাদমাধ্যমের

চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী৷

Jayalalithaa passes away, mourning raise
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 5, 2016 5:50 pm
  • Updated:December 5, 2016 6:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলে গেলেন আম্মা৷ অসমর্থিত সূত্রে খবর, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী৷ স্থানীয় সংবাদমাধ্যমের এই দাবিকে ঘিরে সোমবার বিকেলে তুমুল চাঞ্চল্য ছড়াল দেশজুড়ে৷ যদিও হাসপাতাল সূত্রে এখনও পর্যন্ত সেই খবর নিশ্চিত করা হয়নি৷ একদিকে স্থানীয় সংবাদমাদ্যমের দাবি, অন্যদিকে দলীয় পতাকা অর্ধনমিত রাখার জেরে এদিন হাসপাতাল চত্বরে তুমুল অশান্তি শুরু হয়ে যায়৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইতিমধ্যেইরাজ্যজুড়ে সমস্ত দোকানপাট বন্ধ, অঘোষিত বনধ জারি৷

শ্বাসকষ্ট এবং ইনফ্লুয়েঞ্জা নিয়ে গত সেপ্টেম্বর মাস থেকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন নেত্রী৷ চিকিৎসায় ভাল সাড়াও দিচ্ছিলেন তিনি৷ হাসপাতালের বেড থেকেই রাজ্যের মানুষের উদ্দেশ্যে বিবৃতি দিয়েছিলেন নেত্রী৷ নেত্রীর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রার্থনা করেছেন তামিলনাড়ু-সহ গত দেশের মানুষ৷ হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছিলেন আম্মার সমর্থকরা৷ এবার তাঁদেরকেই চোখের জলে ভাসিয়ে চলে গেলেন তামিলনাড়ুর পুরাতচি থালাইভি৷

Advertisement

গোড়া থেকেই নিজের কাজের জন্য তামিলনাড়ুর মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন জয়ললিতা৷ প্রথম জীবনে অভিনয় এবং পরবর্তী সময়ে রাজনীতি- দুই মাধ্যমেই তামিলনাড়ুর আমআদমির ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন তিনি৷ দক্ষিণভারতের ছবিতে তাঁর অভিনয়ের বহুমুখী প্রতিভা প্রশংসা অর্জন করেছিল সকলের৷ অভিনয় জীবনে ১৪০টিরও বেশি তামিল, তেলুগু এবং কন্নড় ছবিতে অভিনয় করেছেন তিনি৷

১৯৮৪ সালে প্রথমবার রাজ্যসভার সদস্যপদ পেয়েছিলেন জয়া৷ তখন থেকেই পাকাপাকিভাবে রাজনৈতিক হাতেখড়ি৷ শোনা যায়, তামিলনাড়ুর বিখ্যাত অভিনেতা ও রাজনীতিবিদ এম জি রামচন্দ্রের আদর্শে উদ্বুদ্ধ হয়েই রাজনীতিতে এসেছিলেন অভিনেত্রী৷ কিন্তু এরপর থেকে পাকাপাকিভাবে রাজনীতির হয়েই থেকে গিয়েছেন নেত্রী৷ ১৯৮২ সালে প্রথমবার এআইএডিএমকের সদস্যপদে যোগ দিয়েছিলেন তিনি৷ আর এরপর ধীরে ধীরে বহু বাধা অতিক্রম করে শেষটায় এআইএডিএমকে’র সভাপতি পদে আসীন হন নেত্রী৷ ১৯৯১ সালে প্রথমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তিনি৷ এরপর বহুবার মুখ্যমন্ত্রী হিসাবে তামিলনাড়ুর মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি৷ কিন্তু তাঁর এই রাজনৈতিক কর্মযজ্ঞেরই অবসান ঘটল আজ৷

গত রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ার পর, এদিন যাবতীয় জাগতিক কর্মকাণ্ডের মায়া ত্যাগ করে চলে গেলেন নেত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement