Advertisement
Advertisement

Breaking News

জয়ললিতার শারীরিক অবস্থার আরও অবনতি, প্রার্থনায় অনুগামীরা

হাসপাতালে মানুষের ঢল৷ নেত্রীর আরোগ্য কামনা রাষ্ট্রপতি, তৃণমূলনেত্রী সহ অন্যান্যদের৷

Jayalalithaa Has Suffered Cardiac Arrest, Back In ICU
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 5, 2016 8:55 am
  • Updated:December 5, 2016 9:05 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক’দিন আগেই দলের তরফে ঘোষণা করা হয়েছিল তিনি সুস্থ হয়ে গিয়েছেন৷ খুব শিগগিরিই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যাবেন৷ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন আম্মা ভক্তরা৷ কিন্তু রবিবার বিকেলের পর ফের উৎকণ্ঠায় সকলে৷ ফের অসুস্থ জয়ললিতা৷ ভরতি চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে৷ হাসপাতালেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি৷ শারীরিক অবস্থা বেশ সংকটজনক, জানিয়েছেন ডাক্তাররা৷ ‘এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন হার্ট অ্যাসিস্ট ডিভাইস’-এর মাধ্যমে ৬৮ বছরের জয়ললিতার হৃদযন্ত্রের স্পন্দন কৃত্রিমভাবে চালু রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা৷

ইতিমধ্যেই এআইএডিএমকে নেত্রীর অসুস্থতার খবর পেয়ে চেন্নাই পৌঁছেছেন মহারাষ্ট্র ও তামিলনাড়ুর রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও৷ রাজ্যপালকে ফোন করে জয়ললিতার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ বন্ধুর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Advertisement

আম্মার আরোগ্য কামনা করেছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী, রেলমন্ত্রী সুরেশ প্রভু, ডিএমকে প্রেসিডেন্ট এম করুণানিধি সহ অন্যান্য নেতা-মন্ত্রীরাও৷ খোঁজ নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ জানা গিয়েছে, আম্মার চিকিৎসার জন্য মেডিক্যাল টিম গঠন করা হয়েছে৷ সেই দলে রয়েছেন দক্ষ কার্ডিওলজিস্ট, পালমোনোলজিস্ট এবং ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞরা৷ দিল্লি থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে পৌঁছেছেন এইমস-এর চিকিৎসকদের একটি দল। যোগাযোগ করা হয়েছে লন্ডনের বিশিষ্ট চিকিৎসক রিচার্ড বিলের সঙ্গেও৷

এদিকের আম্মার অসুস্থতার খবর পাওয়ার পরই হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছেন তাঁর অনুরাগীরা৷ কান্নায় ভেঙে পড়েন অনেকেই৷ সারা রাত সেখানেই ছিলেন সকলে৷ ভিড় সামলাতে বসানো হয়েছে পুলিশ পিকেট৷ অপ্রীতিকর পরিস্থিতি রুখতে চাইলেই যেন চেন্নাই-সহ তামিলনাড়ুর সব শহরে সিআরপিএফ বা সিআইএসএফ জওয়ান মোতায়েন করা হচ্ছে৷ মোতায়েন ৯ কোম্পানি অতিরিক্ত পুলিশ৷

untitled-1

গত ২২ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন জয়ললিতা৷ জ্বর ও ডিহাইড্রেশনের সমস্যা ছিল তাঁর৷ এরপরই ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে৷ সম্প্রতি হাসাপাতালের তরফে জানানো হয়েছিল, সংক্রমণে নিয়ন্ত্রণে৷ পুরোপুরি সুস্থ আম্মা৷ কিন্তু রবিবার সন্ধেয় ফের হৃদরোগে আক্রান্ত হন এআইডিএমকে নেত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement