Advertisement
Advertisement

Breaking News

যন্তরমন্তরে মমতার ধরনা, কলকাতায় মিছিল তৃণমূলের

সংসদের ভিতরে-বাইরে সরব তৃণমূল নেতারা৷

 Jaya Bachchan joins Mamata Banerjee at Trinamool's protest against DeMonetisation at Jantar Mantar, Delhi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 23, 2016 2:17 pm
  • Updated:June 23, 2022 7:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি থেকে কলকাতা, নোট-কাণ্ডে পথে নামল তৃণমূল৷ একটাই দাবি, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে ফেলে দিয়েছে দেশের সরকার৷ অবিলম্বে কেন্দ্রকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে৷ বুধবার দিল্লির যন্তরমন্তরে ধরনায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঞ্চে ছিলেন জেডিইউ নেতা শরদ যাদব-সহ একাধিক বিরোধী দলের নেতৃত্ব৷ গিয়ে পৌঁছেছেন সমাজবাদী পার্টির জয়া বচ্চন৷ মমতার নির্দেশ মতো এদিন সংসদের ভিতরে-বাইরে সরব হন তৃণমূল সাংসদরা৷ পাশাপাশি এদিন দুপুরেই কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিলে শামিল হন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা৷ মিছিলের নেতৃত্ব দেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস-সহ দলের অন্যান্য নেতারা৷

গত ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এতে সাধারণ মানুষের সমস্যা হবে তা উপলব্ধি করেই কেন্দ্রের সিদ্ধান্ত ঘোষণার কিছুক্ষণের মধ্যে কড়া প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাস্তবিকভাবে দেখা গিয়েছে, ৯ তারিখ থেকে ৫০০ ও ১০০০ টাকার বাতিল নোট নিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষকে৷ ১৪ দিন কেটে গেলেও মানুষের দুর্ভোগ কমেনি৷ এই সমস্যার কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার কেন্দ্র বিরোধী আওয়াজ আরও চওড়া হয়েছে৷ সংসদের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে ধরনা দেন তৃণমূল সাংসদরা৷ সেখানে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী-সহ দেশের বিরোধী রাজনৈতিক দলের ২০০ জন সাংসদ একযোগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন৷ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা৷ আওয়াজ ওঠে, “সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে দাঁড় করিয়েছে কেন্দ্রীয় সরকার৷ সাধারণ মানুষের উপর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে৷” আজ, দুপুরে দিল্লির যন্তরমন্তরে নোট-কাণ্ডের বিরুদ্ধে ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর প্রচেষ্টার ফলেই সংসদে বিরোধী ঐক্য তৈরি হয়েছে৷ আগের সপ্তাহে প্রথম দফার সফরে এসে তিনি নোট-কাণ্ড নিয়ে সব দলকে এক হওয়ার ডাক দেন৷ মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর এতটা একজোট বিরোধীদের কখনও দেখা যায়নি৷ আর এটার কার্যত নেতৃত্ব যেন দিচ্ছে তৃণমূলই৷ একদিকে দিল্লির রাজপথে যখন মুখ্যমন্ত্রী, তখন তাঁর নির্দেশে রাজ্যের রাজপথেও তৃণমূল৷ আজ দুপুরে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব৷ অমিত মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম-সহ অন্যান্য মন্ত্রীরা মিছিলে নেতৃত্ব দেন৷ দলের রাজ্য সভাপতি সাংসদ সুব্রত বক্সি-সহ সব বিধায়ক, জনপ্রতিনিধি, পদাধিকারীরা মিছিলে অংশ নেন৷ সেখানেও কেন্দ্রের ‘জনস্বার্থ বিরোধী’ সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন তৃণমূল নেতৃত্ব৷ আগামিকাল, ২৪ নভেম্বর জেলায় জেলায় মিছিল করবে তৃণমূল৷ ২৫ নভেম্বর হবে ব্লকে ব্লকে মিছিল৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement