Advertisement
Advertisement

কাশ্মীরের বারামুল্লায় AK-47 নিয়ে নিখোঁজ সেনা জওয়ান

জঙ্গি দলে যোগ, উঠছে প্রশ্ন।

Jawan with AK-47 rifle goes missing from Kashmir's Baramulla unit
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 6, 2017 6:24 am
  • Updated:July 6, 2017 6:24 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: AK-47 রাইফেল নিয়ে রহস্যজনকভাবে উধাও হয়ে গেলেন এক বিএসএফ জওয়ান। জম্মু কাশ্মীরের বারামুল্লায় বৃহস্পতিবার এই ঘটনা নজরে আসে সেনার। নিখোঁজ জওয়ানের নাম জহুর আহমেদ ঠাকুর। জহুর কোথায় রয়েছে তা জানতে পারেননি সেনা আধিকারিকরা। সূত্রের খবর, জহুর জঙ্গিদের সঙ্গে যোগ দিয়েছে।

[সিকিমের ‘স্বাধীনতা’ চেয়ে আরও বেপরোয়া চিনা সংবাদমাধ্যম]

সেনা জওয়ানের নিখোঁজের ঘটনায় তোলপাড় উপত্যকা। উত্তর কাশ্মীরের বারামুল্লা থেকে উধাও হয়ে গেলেন জহুর আহমেদ ঠাকুর। বৃহস্পতিবার সকালে এই খবর সেনা জানতে পারে। জহুরের অন্তর্ধান রহস্য সেনা কর্তৃপক্ষকে চিন্তায় ফেলেছে। কারণ কর্তব্যরত অবস্থায় তাঁর কাছে ছিল একটি AK-47 রাইফেল এবং তিনটি ম্যাগাজিন।  রাইফেল লুটের জন্য তাঁকে অপহরণ করা হয়েছে, নাকি ইচ্ছাকৃতভাবে জহুর গা ঢাকা দিয়েছে তা নিয়ে ধাঁধায় রয়েছে সেনা। তবে একটি সূত্রের খবর, ওই জওয়ান অস্ত্র নিয়ে জঙ্গি দলে নাম লিখিয়েছে। ১৭৩ নম্বর ব্যাটালিয়নের ওই জওয়ান গান্টুমুলা ক্যাম্পে ডিউটিতে ছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে জহুলের খোঁজ নেই। জহুলের বাড়ি পুলওয়ামা জেলায়। সেখানেও যান তদন্তকারীরা। তবে ওই জওয়ানের ব্যাপারে কোনও তথ্য মেলেনি। পাশাপাশি বারামুল্লা জুড়ে সহকর্মীর খোঁজে বাহিনীর অন্য সদস্যরা তল্লাশি শুরু করেছে।

Advertisement

[বিয়ের আসরে এল না পাত্রী, ক্ষতিপূরণের দাবি পাত্রের]

গত বছর উপত্যকায় এক সেনা জওয়ান এভাবে অস্ত্র-সহ নিখোঁজ হয়ে গিয়েছিল। পরে অভিযুক্ত সেনা জঙ্গি দলে যোগ দিয়েছিল। এক বছরের মধ্যে ফের এই ঘটনায় সেনা আধিকারিকদের চিন্তা বাড়িয়েছে। সেনাবাহিনীর একাংশের মধ্যে জঙ্গিদের প্রতি নরম মনোভাবের প্রবণতাও কর্তৃপক্ষের মাথাব্যথা বাড়ানোর পক্ষে যথেষ্ট।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement