Advertisement
Advertisement

Breaking News

কাশ্মীরে সেনা ছাউনি লক্ষ্য করে গুলি, শহিদ জওয়ান

কাশ্মীরে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান।

Jawan martyred in Kashmir
Published by: Bishakha Pal
  • Posted:November 10, 2018 4:57 pm
  • Updated:November 10, 2018 4:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের চালানো গুলিতে শহিদ হলেন এক জওয়ান। শনিবার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে। সকাল পৌনে দশটা নাগাদ সুন্দরবানী এলাকায় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ছোঁড়ে পাকিস্তান। তাতেই ওই জওয়ানের মৃত্যু হয়।

প্রতিরক্ষা মন্ত্রকের লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, পাকিস্তানের ছোঁড়া গুলিতে গুরুতর আহত হন ওই জওয়ান। পরে আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়। তবে শনিবার সকালেই ভারতীয় জওয়ানরা ২ জঙ্গিকে নিকেশ করে। শনিবার সকালে ওই এলাকা থেকে দুই জঙ্গির দেহ উদ্ধার করা হয়৷ ভারতীয় সেনার দাবি, গতরাতের এনকাউন্টারেই খতম হয়েছে এই জঙ্গিরা৷ তবে শনিবার সকালে যে জঙ্গিদের দেহ উদ্ধার হয়েছে তাদের নাম, পরিচয় এখনও কিছুই জানা যায়নি৷ কোন জঙ্গিগোষ্ঠীর সঙ্গেই বা তারা জড়িত ছিল, সে বিষয়েও এখনও কোনও সুস্পষ্ট তথ্য ভারতীয় সেনার কাছে নেই৷ তবে তাদের পোশাক দেখে ভারতীয় সেনার অনুমান, ওই দুই জঙ্গি জইশ-ই-মহম্মদের সদস্য ছিল৷ নিকেশ হওয়া এই দুই জঙ্গির কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ পাওয়া গিয়েছে ইনসাস রাইফেল, গুলি-সহ আরও অনেক আগ্নেয়াস্ত্র৷

Advertisement

টিপু জয়ন্তী ঘিরে উত্তপ্ত কর্ণাটক, অনুষ্ঠান বাতিল মুখ্যমন্ত্রীর ]

শুক্রবারই জম্মু ও কাশ্মীরের রাজৌরি-পুঞ্চ সেক্টরে সোনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান। বিকেল ছ’টা নাগাদ আখনুর সেক্টরে গুলি চালাতে শুরু করে পাকিস্তান। একের পর এক জঙ্গি আনাগোনার খবরে উদ্বিগ্ন প্রশাসনিক আধিকারিকরা৷ শনিবারের পুলওয়ামার ঘটনায় এফআইআর দায়ের করে শুরু হয়েছে তদন্ত৷ পুলিশের তরফে ওই এলাকায় সতর্কতা জারি করা হয়েছে৷ জঙ্গি ধরপাকড়ের কাজে স্থানীয় বাসিন্দাদের সহায়তার আরজি জানানো হয়েছে৷ এলাকায় আপাতত ব্যাহত ইন্টারনেট পরিষেবা৷

‘শহুরে নকশাল’ বিতর্কের মাঝেই কং শিবিরে মাও নেতা ‘গদর’ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement