সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ে মাওবাদীদের পোঁতা আইইডি বিস্ফোরণে শহিদ হলেন ছত্তিশগড় আর্মড ফোর্সের এক জওয়ান। বিজাপুর জেলায় সড়ক নির্মাণের কাজে পাহাড়ায় ছিলেন তিনি। মাটির নিচে পোঁতা আইডিতে পা পড়তেই তীব্র বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জওয়ানের।
সিএএফ সূত্রে জানা গিয়েছে, তয়নার এবং ফরাসগঞ্জ গ্রামের মধ্যবর্তী অঞ্চলে বিস্ফোরণ ঘটে। শহিদ হয়েছেন ছাব্বিশ বছরের কনেস্টবল মনোজ পুজারী। সিএএফ-এর ১৯ নং ব্যাটিলিয়নের জওয়ান ছিলেন তিনি। এক আধিকারিক জানিয়েছেন, বিস্ফোরণের পরে গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। শুরু হয়েছে তল্লাশি অভিযান।
অতীতে নকশালপন্থীদের এই ধরণের ফাঁদের শিকার হয়েছেন স্থানীয়রাও। বিজাপুর অঞ্চলের বহু পথে নিরাপত্তা বাহিনীর গতিবিধি রুখতে আইইডি পুঁতে রাখা হয়েছে। গত ৯ এপ্রিল এমনই একটি বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিলেন এক জওয়ান। গত ৪ এপ্রিল নারায়ণগঞ্জ জেলায় আরও একটি বিস্ফোরণে পঁচিশ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ৩০ মার্চ বছর চল্লিশের এক আদিবাসী মহিলার মৃত্যু হয় আইইডি বিস্ফোরণে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.