Advertisement
Advertisement

Breaking News

ইন্দৌরে দুষ্কৃতীদের হাতে কুপিয়ে খুন জওয়ান

দুষ্কৃতিদের হাতে নৃসংশ ভাবে খুন হলেন সেনাবাহিনীর এক জওয়ান

Jawan brutally hacked to death  in Indoor।
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 23, 2017 6:59 pm
  • Updated:January 23, 2017 7:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশরক্ষার কাজে পাঠানকোটে পোস্টিংয়ে ছিলেন ভারতীয় সেনা জওয়ান বরুণ চৌহান। অক্লান্ত পরিশ্রমের পর কয়েকদিনের জন্য ছুটিতে বাড়ি ছিলেন। কিন্তু ছুটি কাটিয়ে যে আর কর্মক্ষেত্রে ফেরা হবে না, কে জানত।

দুষ্কৃতীদের হাতে নৃসংশ ভাবে খুন হলেন সেনাবাহিনীর সেই জওয়ান। রবিবার রাতের এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ইন্দৌরের বনগঙ্গা এলাকায়। দুই সঙ্গীর সঙ্গে বাড়ি ফিরছিলেন বরুণ। ঠিক সেই সময় তাঁদের উপর আক্রমণ করে আঠ থেকে দশজনের একটি দুষ্কৃতির দল। ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপানো হয় তাঁদের। গুরুতর জখম বরুণকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। বাকি দুজনের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ব্যক্তিগত শত্রুতার জেরে এই হামলা। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কয়েকজন হামলাকারীকে ইতিমধ্যেই শনাক্ত করতে পেরেছে পুলিশ।

জঙ্গি হামলায় শহিদ অসম রাইফেলসের দুই জওয়ান

ঘাতক বুলেট থেকে জওয়ানদের বাঁচাতে আসছে আধুনিক হেলমেট

জওয়ানের প্রতিবাদী ভিডিওর ফল, আমূল পরিবর্তন সেনাদের খাবারে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement