Advertisement
Advertisement

Breaking News

Jawaharlal Nehru

‘ভারত নয়, চিনকেই প্রাধান্য দিতে চেয়েছিলেন নেহরু’, দেশের প্রথম প্রধানমন্ত্রীকে তোপ বিজেপির

ফের চিন ইস্যুতে নেহরুকে কাঠগড়ায় তুলতে দেখা গেল বিদেশমন্ত্রীকে।

Jawaharlal Nehru wanted to make sure China got a place ahead of India, S Jaishankar claims
Published by: Biswadip Dey
  • Posted:April 3, 2024 2:16 pm
  • Updated:April 3, 2024 2:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘের (UN) নিরাপত্তা পরিষদে ভারতের আগে চিন থাকুক, এমনটাই নাকি চাইতেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এমনই দাবি করলেন, বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। আহমেদাবাদে ‘গুজরাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’তে এক অনুষ্ঠানে এমনই কথা বলতে দেখা গেল তাঁকে।

ঠিক কী বলেছেন জয়শংকর? বিদেশমন্ত্রীর কথায়, ”১৯৫০ সালে সর্দার প্যাটেল ও নেহরুর মধ্যে মত বিনিময় হচ্ছিল। প্যাটেল ওঁকে চিনের (China) ব্যাপারে সতর্ক করেন। তিনি বলেন, আজ ভারতকে দুই প্রতিপক্ষের (পাকিস্তান ও চিন) মোকাবিলা করতে হচ্ছে। যা এর আগে ইতিহাসে কখনও করতে হয়নি। তিনি এও বলেন, চিন যাই বলুক, তাদের উদ্দেশ্য সুবিধার লাগছে না। এবং আমাদের সতর্কতা নিতেই হবে। এই নিয়ে একটা নীতি নির্ধারণ করা দরকার। নেহরুর অবস্থান ছিল… তিনি সম্পূর্ণ ভিন্নমত পোষণ করেছিলেন। তিনি বলেন, আপনি খামোখাই সন্দেহ করছেন চিনাদের। হিমালয় পেরিয়ে আমাদের আক্রমণ করা কারও পক্ষেই সম্ভব নয়।

Advertisement

[আরও পড়ুন: বিজেপিতে না এলেই ‘অব কে বার তিহাড়’! গেরুয়া শিবিরকে আক্রমণ মহুয়ার]

এর পর জয়শংকর বলেন, ”কয়েক বছরে পরে একটা বিতর্ক হয়েছিল রাষ্ট্রসংঘে। আলোচ্য বিষয় ছিল, ভারতকে রাষ্ট্রসংঘে স্থান দেওয়া উচিত কিনা। তখন নেহরু বলেন, আমাদের একটা আসন চাই। কিন্তু প্রথমে আমাদের নিশ্চিত করা দরকার যাতে চিন একটা আসন পায়। আজ আমরা চাইছি ভারত প্রথমে থাকুক। একসময় ভারতেরই প্রধানমন্ত্রী চাইতেন চিন প্রথমে থাকুক।”

প্রসঙ্গত, নেহরুকে নিয়ে আগেও কটাক্ষ করেছে বিজেপি। বরাবরই অতীত তুলে দেশের প্রথম প্রধানমন্ত্রীকে খোঁচা দিতে দেখা গিয়েছে মোদি সরকারকে। এবার ফের চিন ইস্যুতে নেহরুকে কাঠগড়ায় তুলতে দেখা গেল বিদেশমন্ত্রীকে।

[আরও পড়ুন: মাত্র ২০ টাকার টিকিট নিয়ে বচসা, বাউন্সারের মারে দৃষ্টি হারালেন রাজস্থানের যুবক!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement