Advertisement
Advertisement

Breaking News

Jawaharlal Nehru

‘রাজনীতি নয়, ভয়কে জয় ও সত্যের পক্ষ নিতে শিখিয়েছেন’, প্রপিতামহ নেহরুকে কুর্নিশ রাহুলের

এক সাক্ষাৎকারে নিজের পরিবার নিয়ে খোলামেলা আলোচনায় রাহুল।

Jawaharlal Nehru taught us to confront fear, stand for the truth, says Rahul Gandhi

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:April 19, 2025 9:27 pm
  • Updated:April 19, 2025 9:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রপিতামহ তথা দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুকে কুর্নিশ জানালেন তাঁর উত্তরসূরি রাহুল গান্ধী। এক সাক্ষাৎকারে নেহরু প্রসঙ্গে রাহুল বললেন, তাঁর সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব ছিল তিনি ভারতবাসীকে ইংরেজদের নিপীড়নের বিরুদ্ধে লড়তে ও স্বাধীনতার দাবি জানানোর সাহস যুগিয়েছিলেন। কংগ্রেস সাংসদের দাবি, নেহরুর কাছ থেকে উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছেন ভয়কে জয় ও সত্যের পক্ষ নেওয়ার সাহস।

কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতের সঙ্গে এক কথোপকথনে নিজের পরিবার নিয়ে খোলামেলা আলোচনা করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেখানেই তিনি বলেন, ‘সততা ও সাহস আমি নেহরুর কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। নেহরু আমাদের কখনও রাজনীতি সেখাননি, বরং ভয়ের মুখোমুখি হতে সত্যের পক্ষ নিতে শিখিয়েছেন। তাঁর কাছ থেকে আমার সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হল সত্যের জন্য নিরলস অনুসন্ধান।’ রাহুল বলেন নেহরুর মতো তাঁরও রয়েছে কৌতূহলী মনোভাব। তাঁর কথায়, “নেহরু আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে ও কৌতূহলী হতে শিখিয়েছেন। এটা আমার রক্তে রয়েছে।”

Advertisement

নেহরু প্রসঙ্গে ঠাকুমা ইন্দিরা গান্ধীর থেকে শোনা একাধিক গল্প এই সাক্ষাৎকারে তুলে ধরেছেন রাহুল। তিনি বলেন, “ঠাকুমা একবার বলেছিলেন কীভাবে নেহরু পাহাড়ে হাঁটার সময় হিমবাহের মধ্যে পড়ে যেতে বসেছিলেন। পশু-পাখিরা তাঁর পরিবারের সদস্যভুক্ত ছিল। যতদিন তিনি ছিলেন কখনও শরীর চর্চা ছাড়েনি। আমরাও সেই শিক্ষা পেয়েছি। আমরা মা নিয়মিত বাগানে অনেকটা সময় কাটান, আমি নিজে জুডো করি। এগুলো শুধুমাত্র শখ নয়, জীবনের একটা অংশ। আমরা প্রকৃতির সঙ্গে সংযুক্ত থাকি এবং নীরবে যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করি।”

এ প্রসঙ্গেই রাহুল বলেন, ”মহাত্মা গান্ধী, নেহেরু, আম্বেদকর, প্যাটেল এবং সুভাষ বোস সকলেই আমাদের শিখিয়েছেন ভয়ের সঙ্গে বন্ধুত্ব করতে। কেউই আমাদের রাজনীতি সেখাননি বরং সাহসী হতে শিখিয়েছেন। শুধুমাত্র সত্যকে অবলম্বন করে গান্ধীজি একটি সাম্রাজ্যকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন। তিনি বলেছিলেন সত্যই একমাত্র অস্ত্র।” রাহুলের জানান, “প্রকৃত নেতৃত্ব মানে নিয়ন্ত্রণ নয়, এর মানে করুণা। তবে আজকের ভারতে যেখানে সত্য সকলের কাছে অসুবিধার জায়গা হয়ে উঠেছে, সেখানে আমি আমার পথ বেছে নিয়েছি। আমি সত্যের পাশে থাকব যাই হয়ে যাক না কেন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement