Advertisement
Advertisement

বড়দিন পালনে ফতোয়া নিয়ে মুখ খুললেন জাভেদ আখতার

কড়া পদক্ষেপের আশ্বাস প্রশাসনের।

Javed Akhtar slams  Christmas diktat targeting UP schools
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 20, 2017 12:44 pm
  • Updated:December 20, 2017 12:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বড়দিন পালন করতে হলে নিজের দায়িত্বে করুন।’ যোগীর রাজ্যে জারি হয় এমনই ফতোয়া। আলিগড়ের এই ঘটনায় বয়ে যায় সমালোচনার ঝড়। এবার এই বিতর্কে মুখ খুললেন জাভেদ আখতার। টুইট করে কট্টরপন্থীদের কড়া বার্তা দেন তিনি। তাঁর বক্তব্য, বড়দিন পালনে বাধা দিয়ে বিশ্বে ভারতের ভাবমূর্তি নষ্ট করছে মৌলবাদী সংগঠনগুলি।

এই হুমকির নেপথ্যে রয়েছে আরএসএস সমর্থিত ‘হিন্দু জাগরণ মঞ্চ’ নামের একটি সংগঠন। আলিগড়ের কোনও স্কুল বড়দিন পালন করলে তাদের ‘দেখে নেওয়া’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। এই ঘটনার পর থেকেই উদ্বিগ্ন বিভিন্ন স্কুলের কতৃপক্ষ। বিশেষ করে মিশনারি স্কুলগুলিতে বিরাজ করছে আতঙ্কের পরিবেশ। তবে পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে বলেও জানিয়েছে তারা। বড়দিন নিয়ে ‘ধর্মান্ধ’ সংগঠনটির এহেন ফতোয়ায় ইতিমধ্যে নড়েচড়ে বসেছে প্রশাসন।

উত্তরপ্রদেশ পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বিষয়টি নিয়ে সমস্ত জেলার পুলিশ কর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। এবং কট্টরপন্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশও দেওয়া হয়েছে তাঁদের। রাজ্য পুলিশের এডিজি (আইনব্যবস্থা) আনন্দ কুমার জানান, আলিগড়ের পুলিশ সুপারকে এবিষয়ে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মপালনে আঘাত হানলে কাউকে রেয়াত করা হবে না বলে সাফ জানিয়েছেন তিনি। আলিগড়ের এসএসপি রাজেশ পাণ্ডে জানান, বড়দিন পালন করা বা না করা স্কুলগুলির উপর নির্ভর করছে। জোর করে নিজের মত চাপানোর চেষ্টা করলে উচিত ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট কতৃপক্ষকে আশ্বস্ত করে স্কুলগুলির তিনি নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে তলার আশ্বাসও দিয়েছেন তিনি।

[একরত্তির বুকে আটকে পেরেক, জটিল অস্ত্রোপচার এসএসকেএমে]

উল্লেখ্য, গোরক্ষকদের তাণ্ডব থেকে শুরু করে ‘রোমিও স্কোয়াডের’ দাদাগিরি। একের পর এক বিতর্কে বেশ চাপে রয়েছে যোগী আদিত্যনাথের সরকার। রয়েছে গেরুয়া কট্টরপন্থীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগও। লখনউর মসনদ দখল করার পর কিছুটা হলেও ‘কট্টর’ হিন্দুত্বের ছাপ মুছে ফেলতে চেয়েছেন যোগী। তাই এবার কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement