সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে পবিত্র রমজানের তোয়াক্কা না করেই জম্মু-কাশ্মীর উপত্যকাকে উত্তপ্ত করে রেখেছে জঙ্গি গোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি৷ খুশীর মরশুমেও রক্তাক্ত হচ্ছে স্বর্গরাজ্য৷ তবে, এই মরশুমকে আরও আনন্দমুখর করে তুলতে উদ্যোগী হল জম্মু-কাশ্মীরের ক্ষমতায় থাকা মেহবুবা মুফতি সরকার৷ তেমন গুরুতর অপরাধের সঙ্গে জড়িত নন, কিন্তু এখনও জেলবন্দি রয়েছেন এমন ব্যক্তিদের মুক্তি দেওয়া হল রাজ্য সরকারের পক্ষ থেকে৷ রাজ্যের বিভিন্ন জেল থেকে বাছাই করা ১১৫ জন বন্দিদের তালিকাভুক্ত করে, তাদের মুক্তি দেওয়া হয়েছে৷
Id Mubarak and good wishes to all fellow citizens, especially to our Muslim brothers and sisters in India and abroad. May this happy occasion bring joy to your families and foster fraternity, understanding and mutual goodwill in our shared society #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) June 16, 2018
জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির অনুমতিতে ১১৫ জনকে ইতিমধ্যেই মুক্তি দেওয়া হয়েছে৷ সরকারের পক্ষ থেকে বিবৃতিতে জানান হয়েছে, আইনের চোখে তেমন গুরুতর অপরাধের সঙ্গে এদের যুক্ত থাকার কোনও প্রমাণ মেলেনি তাই মুক্তি দেওয়া হয়েছে৷ পবিত্র ইদ-উল-ফিতর-এর আনন্দ থেকে কাউকে বঞ্চিত না করার জন্যই সরকারের এমন উদ্যোগ৷ রমজানের শেষ দিনে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে উৎসবে মেতে উঠবে এরাও৷
Eid Mubarak! May this day deepen the bonds of unity and harmony in our society. https://t.co/lSeBAUc6JW
— Narendra Modi (@narendramodi) June 16, 2018
অন্যদিকে, এই পবিত্র মরশুমে দেশবাসীকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ আজকের দিনটি যাতে সুষ্ঠু ভাবে উদযাপন করা হয় সেই কামনাই করেছেন সকল নেতা-নেত্রী৷
May this #Eid bring happiness and endless blessings from the Almighty. #EidMubarak
ঈদ মুবারক pic.twitter.com/JmqKBwx3pb
— Mamata Banerjee (@MamataOfficial) June 15, 2018
প্রসঙ্গত, ইসলাম ধর্মাবলম্বীদের আনন্দের উৎসব হল ইদ৷ হিজরি বর্ষপঞ্জী অনুযায়ী রমজান মাসের শেষে ও শাওয়াল মাসের পয়লা তারিখে এই উৎসব পালিত হয়। শুক্রবার সারা দেশের ইসলাম সম্প্রদায়ের মানুষ এই উৎসব পালন করছেন৷ তাঁদের কাছে দিনটি একটি পরম আনন্দের দিন৷ পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে, একসঙ্গে খাওয়া-দাওয়া করে থাকেন৷ রীতি রয়েছে উপহার দেওয়ার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.