Advertisement
Advertisement

Breaking News

পবিত্র ইদে জম্মু-কাশ্মীরে জেল থেকে মুক্ত ১১৫ জন বন্দি

পরিবারের সঙ্গে আনন্দে উৎসবে মাতবেন তাঁরাও৷

Jammu & Kashmir releases 115 prisoners on Eid
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 16, 2018 10:23 am
  • Updated:June 16, 2018 10:23 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে পবিত্র রমজানের তোয়াক্কা না করেই জম্মু-কাশ্মীর উপত্যকাকে উত্তপ্ত করে রেখেছে জঙ্গি গোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি৷ খুশীর মরশুমেও রক্তাক্ত হচ্ছে স্বর্গরাজ্য৷ তবে, এই মরশুমকে আরও আনন্দমুখর করে তুলতে উদ্যোগী হল জম্মু-কাশ্মীরের ক্ষমতায় থাকা মেহবুবা মুফতি সরকার৷ তেমন গুরুতর অপরাধের সঙ্গে জড়িত নন, কিন্তু এখনও জেলবন্দি রয়েছেন এমন ব্যক্তিদের মুক্তি দেওয়া হল রাজ্য সরকারের পক্ষ থেকে৷ রাজ্যের বিভিন্ন জেল থেকে বাছাই করা ১১৫ জন বন্দিদের তালিকাভুক্ত করে, তাদের মুক্তি দেওয়া হয়েছে৷

জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির অনুমতিতে ১১৫ জনকে ইতিমধ্যেই মুক্তি দেওয়া হয়েছে৷ সরকারের পক্ষ থেকে বিবৃতিতে জানান হয়েছে, আইনের চোখে তেমন গুরুতর অপরাধের সঙ্গে এদের যুক্ত থাকার কোনও প্রমাণ মেলেনি তাই মুক্তি দেওয়া হয়েছে৷ পবিত্র ইদ-উল-ফিতর-এর আনন্দ থেকে কাউকে বঞ্চিত না করার জন্যই সরকারের এমন উদ্যোগ৷ রমজানের শেষ দিনে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে উৎসবে মেতে উঠবে এরাও৷

অন্যদিকে, এই পবিত্র মরশুমে দেশবাসীকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ আজকের দিনটি যাতে সুষ্ঠু ভাবে উদযাপন করা হয় সেই কামনাই করেছেন সকল নেতা-নেত্রী৷

প্রসঙ্গত,  ইসলাম ধর্মাবলম্বীদের আনন্দের উৎসব হল ইদ৷ হিজরি বর্ষপঞ্জী অনুযায়ী রমজান মাসের শেষে ও শাওয়াল মাসের পয়লা তারিখে এই উৎসব পালিত হয়। শুক্রবার সারা দেশের ইসলাম সম্প্রদায়ের মানুষ এই উৎসব পালন করছেন৷ তাঁদের কাছে দিনটি একটি পরম আনন্দের দিন৷ পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে, একসঙ্গে খাওয়া-দাওয়া করে থাকেন৷ রীতি রয়েছে উপহার দেওয়ার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement