সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি যে ভারত চায়, সেই ভারতকে সমর্থন করে না ন্যাশনাল কনফারেন্স। কাশ্মীরে দাঁড়িয়ে স্পষ্ট ঘোষণা করে দিলেন ন্যাশনাল কনফারেন্স সুপ্রিমো ফারুক আবদুল্লা। একদিন আগে অমিত শাহ জম্মুতে দাঁড়িয়ে বলছিলেন, ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট ক্ষমতায় এলে দাপট বাড়বে জঙ্গিদের। সেটারই জবাব দিতে কড়া কথা শোনালেন ফারুক।
ফারুকের বক্তব্য, “ওরা ন্যাশনাল কনফারেন্সকে ভয় পায়। ওরা আমাদের বদনাম করার জন্য সব করতে পারে। কিন্তু আমরা জিতব, আর মানুষের ভাগ্য বদলে দেব।” কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, “আমি ওকে (অমিত শাহ) বলে দিতে চাই, যে ভারত তোমরা চাইছ, আমরা সেই ভারতের বিরোধী।” ন্যাশনাল কনফারেন্স সুপ্রিমোর প্রশ্ন, “বিজেপি যে বলছে ন্যাশনাল কনফারেন্স ক্ষমতায় এলে কাশ্মীরে সন্ত্রাস ফিরবে। আমি জানতে চাই, ৩৭০ ধারা বাতিল করে সন্ত্রাস শেষ করা গিয়েছে তো?”
ফারুক বলছেন, “ভারত সবার। হিন্দুদের, মুসলিমদের, খ্রিষ্টানদের, শিখদের, বৌদ্ধদের, সবার। যারা মুসলিমদের নিয়ে প্রশ্ন তুলেছেন, তাদের জেনে রাখা উচিত, এই দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন মুসলিমরাও। ওরা ভাবছে, হিন্দুরা ওদের ভোট দেবে, হিন্দুদের ভয় দেখাচ্ছে। কিন্ত আমি বলে দিচ্ছি, হিন্দুরা আর আগের মতো নেই।” কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট সরকার ক্ষমতায় আসবে। এবং কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরাবে।
উল্লেখ্য, একদিন আগেই অমিত শাহ জম্মুতে গিয়ে দাবি করেছিলেন, “কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি জম্মু ও কাশ্মীরকে আবার সন্ত্রাসের পথে ঠেলে দিতে চায়।” স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ ছিল, কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের উদ্দেশ্য কাশ্মীরকে অশান্ত করা। সেজন্য ওরা ক্ষমতায় এলে বিচ্ছিন্নতাবাদী এবং জঙ্গিদের প্রতি সহানুভূতিশীলদের মুক্তি দেবে। যারা পাথর ছোড়ে তাদের দাপট বাড়বে। এদিন সেই সব অভিযোগের জবাব দিলেন ফারুক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.