সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোপিয়ানের পর এবার কুলগাম৷ জম্মু-কাশ্মীরের এক পুলিশ কনস্টেবলকে অপহরণ করে খুন করল হিজবুল জঙ্গিরা৷ বুলেটে ঝাঁজরা করে দেওয়া হয়েছে ওই কনস্টেবল সালিম শাহকে৷ নিজের বাড়ি থেকে অপহৃত ওই পুলিশ কনস্টেবলের দেহ মেলে কুলগামের কাইমো গ্রামে৷
বাবা-মা, দুই ভাই ও বোন রয়েছেন সালিমের৷ পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তিনি৷ পরীক্ষায় পাশ করে ২০১৬ সালে পুলিশ কনস্টেবল হিসাবে কাজে যোগ দিয়েছিলেন সালিম শাহ৷ জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় কর্মরত ছিলেন তিনি৷ কাঠুয়ায় প্রশিক্ষণ নিচ্ছিলেন সালিম৷ ছুটি কাটাতে দক্ষিণ কাশ্মীরের কুলগামের মুথলহামা এলাকায় নিজের বাড়িতে এসেছিলেন সালিম৷ সেই সুযোগে শুক্রবার রাতে অপহরণ করা হয় ওই পুলিশ কনস্টেবলকে৷ হিজবুল মুজাহিদিনের সশস্ত্র জঙ্গিরাই তাকে অপহরণ করে৷
তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই কুলগামের কাইমো গ্রামে উদ্ধার হয় পুলিশ কনস্টেবলের দেহ৷ পুলিশ সূত্রে খবর, সালিমের দেহে সাতটি গুলির চিহ্ন পাওয়া গিয়েছে৷ এছাড়াও দেহের একাধিক অংশে মিলেছে গভীর ক্ষতচিহ্ন৷ পুলিশের অনুমান, নৃশংস অত্যাচার করেই খুন করা হয়েছে সালিমকে৷ ইতিমধ্যে জঙ্গিদের তরফে একটি ভিডিও প্রকাশও করা হয়েছে৷ রবিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় ওই পুলিশ কনস্টেবলের৷
Wreath laying ceremony of #martyr Mohd Saleem who was martyred by terrorists after he was abducted from his home was held at DPL Kulgam. Officers led by DIG SKR laid floral wreaths on the mortal remains & paid rich tributes to the martyr. @JmuKmrPolice @spvaid @policekulgam pic.twitter.com/Cvzv1Dk8vc
— Kashmir Zone Police (@KashmirPolice) July 21, 2018
এর আগে চলতি মাসেই সোপিয়ানের ভেহিল এলাকা থেকে পুলিশ কনস্টেবল জাভেদ আহমেদ দারকে অপহরণ করা হয়৷ খুনও করা হয় তাঁকে৷ ইদের ছুটিতে বাড়িতে আসার কথা ছিল সেনা জওয়ান ঔরঙ্গজেবের৷ কিন্তু বাড়ি ফেরার সময়ই অপহরণ করা হয় তাঁকে৷ পুলওয়ামা থেকেই উদ্ধার হয় অপহৃত ঔরঙ্গজেবের দেহ৷ এই নিয়ে চলতি বছর ২৫ জন পুলিশকর্মীকে খুন করল জঙ্গিরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.