Advertisement
Advertisement
Jammu and Kashmir Assembly Election

জম্মু ও কাশ্মীরে শুরু দ্বিতীয় দফার ভোটগ্রহণ, ভাগ্য নির্ধারণ বহু হেভিওয়েটের

বুধবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও যাতে শান্তিপূর্ণ ভোট হয় তা নিশ্চিত করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

Jammu and Kashmir Assembly Election 2024: phase 2 voting for 26 seats

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:September 25, 2024 9:00 am
  • Updated:September 25, 2024 9:19 am  

সোমনাথ রায়: জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু। জম্মুর তিনটি এবং কাশ্মীরের তিনটি জেলা মিলিয়ে ২৬টি বিধানসভা কেন্দ্রে রয়েছে ভোট। বুধবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও যাতে শান্তিপূর্ণ ভোট হয় তা নিশ্চিত করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ, রাজৌরি, রইসির নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত ৯ জুন রইসিতে তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলা হয়েছিল। এছাড়া ২০২১ সালের অক্টোবর থেকেই রাজৌরি ও পুঞ্চে বহু হামলার ঘটনা ঘটেছে। যার ফলে মৃত্যু হয়েছে ৩৫ জন নিরাপত্তা রক্ষী এবং ৮ জন সাধারণ নাগরিকের। আর সেই কারণেই আলাদা করে নিরাপত্তা বেশি আঁটসাঁট করা হয়েছে এই জেলাগুলিতে। 

Advertisement

৩৭০ ধারার অবলুপ্তির পর প্রথমবার বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে। তিনটি দফায় ভোটগ্রহণ হবে ১ অক্টোবর পর্যন্ত। ৮ অক্টোবর ফল ঘোষণা। প্রথম দফার মতো এদিনও সকাল থেকেই বুথমুখী উপত্যকার মানুষ। চলছে অবাধ ভোটগ্রহণ। এদিন যে কেন্দ্রগুলিতে ভোট হচ্ছে তার মধ্যে রয়েছে মধ্য কাশ্মীরের তিনটি জেলা বদগাম, গান্ডেরবাল ও শ্রীনগর। অন্যদিকে জম্মুর তিন জেলা পুঞ্চ, রাজৌরি, রইসি। ২৫ লক্ষেরও বেশি সংখ্যক ভোটার ভাগ্য নির্ধারণ করবেন ২৩৯ জন প্রার্থীর। 

এদিনের ভোটে আলাদা করে নজর থাকবে হেভিওয়েট প্রার্থীদের দিকে। যাঁদের মধ্যে অন্যতম জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ন্যাশনাল কনফারেন্সের এই নেতা এবার লড়ছেন দুটি কেন্দ্র থেকে। তিনি ছাড়াও বিজেপির রাজ্য সভাপতি রবীন্দ্র রায়না, প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাড়রা, আপনি পার্টির প্রধান আলতাফ বুখারির মতো আরও কয়েকজন নেতার দিকে নজর থাকবে বিশেষজ্ঞদের। 

শেষবার জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। তখন অবশ্য উপত্যকা ছিল পূর্ণ রাজ্য। কিন্তু ২০১৯ সালের আগস্টে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এর পর থেকেই এটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। অবশেষে সেখানে বিধানসভা নির্বাচন। যা নিয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া লক্ষ করা গিয়েছে প্রথম দফার ভোটদান পর্বে। এদিনও সকাল থেকে তেমনটাই লক্ষ করা যাচ্ছে। আশা করা হচ্ছে, এবারও ভোটদানের হার আশানুরূপই হবে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement