সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামিয়া কাণ্ডের ভাইরাল হওয়া ভিডিওকে হাতিয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বেনজির আক্রমণ শানালেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। কংগ্রেস নেত্রীর অভিযোগ, জামিয়া নিয়ে মিথ্যা কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভাইরাল হওয়া এই ভিডিওটিই তার প্রমাণ।
देखिए कैसे दिल्ली पुलिस पढ़ने वाले छात्रों को अंधाधुंध पीट रही है। एक लड़का किताब दिखा रहा है लेकिन पुलिस वाला लाठियां चलाए जा रहा है।
गृह मंत्री और दिल्ली पुलिस के अधिकारियों ने झूठ बोला कि उन्होंने लाइब्रेरी में घुस कर किसी को नहीं पीटा।..1/2 pic.twitter.com/vusHAGyWLh
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) February 16, 2020
গত ১৫ ডিসেম্বর সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ চলাকালীন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশি বর্বরতার অভিযোগ উঠেছিল। পড়ুয়াদের অভিযোগ ছিল, স্বরাষ্ট্রমন্ত্রক নিয়ন্ত্রিত দিল্লি পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে বেনজিরভাবে আক্রমণ শানিয়েছেন তাঁদের উপর। দিল্লি পুলিশ অবশ্য শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে এসেছে। তাতেও ইস্যুটি ধামাচাপা পড়েনি। জামিয়ার পড়ুয়ারা ন্যায়বিচারের দাবিতে আন্দোলন শুরু করেন। বাধ্য হয়ে এ নিয়ে বিবৃতি দিতে হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)। তিনি বলেন,”জামিয়ায় পুলিশ পড়ুয়াদের উপর লাঠি চালায়নি। ক্যাম্পাসের ভিতরে ঢুকেছিল শুধু বহিরাগত দুষ্কৃতীদের খুঁজে বের করতে।”
কিন্তু, গতকাল ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সেদিন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পাঠরত বেশ কয়েকজন পড়ুয়ার উপর নির্বিচারে লাঠি চালিয়েছে দিল্লি পুলিশ। ১৫ ডিসেম্বর পুলিশ আধিকারিকরা দাঙ্গা মোকাবিলার সময় ব্যবহৃত ‘রায়ট গিয়ার’ পরে ও মুখে রুমাল বেঁধে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে প্রবেশ করে। এরপর কোনও প্ররোচনা ছাড়াই বেধড়ক লাঠিচার্জ করে পড়ুয়াদের উপর। এই ভিডিওটিকে হাতিয়ার করেই কংগ্রেস নেত্রী স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে বেনজির আক্রমণ শানালেন।
Exclusive CCTV Footage of Police Brutality in Old Reading Hall, First floor-M.A/M.Phill Section on
15/12/2019
Shame on you @DelhiPolice @ndtvindia @ttindia @tehseenp @RanaAyyub @Mdzeeshanayyub @ReallySwara @ANI @CNN @ReutersIndia @AltNews @BBCHindi @the_hindu @TheQuint @BDUTT pic.twitter.com/q2Z9Xq7lxv— Jamia Coordination Committee (@Jamia_JCC) February 15, 2020
রবিবার এক টুইটে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা লেখেন, “দেখুন কীভাবে দিল্লি পুলিশ নির্বিচারে পড়ুয়াদের পেটাচ্ছে। একজন পডুয়া চুপচাপ বই পড়ছিল, তাঁকেও পুলিশ এভাবে পেটাল। স্বরাষ্ট্র মন্ত্রী এবং দিল্লি পুলিশের আধিকারিকরা এতদিন মিথ্যে বলেছেন যে, ওঁরা কাউকে মারেননি। এই ভিডিওটি প্রকাশ্য আসার পরও যদি সরকার কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেয়, তাহলেই সরকারের মানসিকতা স্পষ্ট হয়ে যাবে।” প্রিয়াঙ্কার ভাষাতেই জামিয়ার ঘটনায় পুলিশের শাস্তি দাবি করেছেন কংগ্রেস নেতা শশী থারুরও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.