সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিএএ আন্দোলনকারী সফুরা জারগারের অ্যাডমিশন বাতিল করল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। দিল্লি দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে তাঁকে ইউএপিএ ধারায় গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন তিনি।
জানা গিয়েছে, ২৯ বছরের সিএএ আন্দোলনকারী সফুরার সমস্যা বাড়িয়ে তাঁর অ্যাডমিশন বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে সমাজ বিজ্ঞান বিভাগের ডিনের অফিস জানিয়েছে, রিসার্চ অ্যাডভাইসরি কমিটি ও ডিপার্টমেন্ট রিসার্চ কমিটির সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাজ বিজ্ঞান বিভাগের ডিন রবীন্দ্র কুমার বলেন, “ওঁর (সফুর) প্রোগ্রেস রিপোর্ট সন্তোষজনক নয় বলেই জানিয়েছেন পরিদর্শক। সর্বোচ্চ নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ পাঁচটি সেমেস্টার ও কোভিডের জন্য বরাদ্দ একটি অতিরিক্ত সেমেস্টারের মধ্যেও M.Phil-এর জন্য গবেষণাপত্র জমা দেননি তিনি। ৬ ফেব্রুয়ারি ২০২২ সালে থিসিস জমা দেওয়ার সময় শেষ হলে অতিরিক্ত সময়ও চাননি তিনি।”
তাৎপর্যপূর্ণ ভাবে, কয়েকদিন আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়ছিলেন তিনি। সফুরার অভিযোগ, M.Phil-এর জন্য গবেষণা পত্র জিমা দিয়ে কিছুটা অতিরিক্ত সময় চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর আবেদন গ্রহণে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দেরি করে কর্তৃপক্ষ। সোমবার টুইটারে অ্যাডমিশন বাতিল হওয়ার নির্দেশিকা পোস্ট করে সফুরা লেখেন, “সাধারণত শামুকের গতিতে চলা জামিয়া আমার অ্যাডমিশন বাতিল করতে আলোর গতিতে ছুটছে।অ্যাডমিশন বাতিল হওয়ায় মন ভাঙলেও মনোবল ভাঙেনি।”
উল্লেখ্য, জামিয়া মিলিয়া ইসলামিয়ার রিসার্চ স্কলার তথা সিএএ আন্দোলনের কর্মী সফুরাকে ২০২০ সালে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাড়াও তাঁর বিরুদ্ধে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনে দিল্লি পুলিশ। গ্রেপ্তারির পর সফুরার বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলাও রুজু করে তারা। তিহাড় জেলে বন্দিদশা থেকে জামিনের আবেদন করলেও তা তিন বার খারিজ হয়ে যায় দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে। অন্তঃসত্ত্বা হওয়ার পর মানবিকতার খাতিরে ২০২০ সালের জুন মাসে সফুরাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.