সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ১০ গোয়েন্দা সংস্থাকে আড়ি পাতার অনুমতি দেওয়ার পর কেন্দ্রের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছিল বিরোধীরা। তবে কেন্দ্রের মতে, এই সিদ্ধান্তে সাধারণ মানুষ কোনও সমস্যায় পড়বে না। জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে এই বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন অরুণ জেটলি। জানালেন, এই নোটিসে দেশের বিপদ কমবে।
গতকাল কেন্দ্রের এই সিদ্ধান্তের পর রাজ্যসভায় বিরোধী দলের নেতারা এই ইস্যু নিয়ে প্রশ্ন তোলেন। সংসদের বাইরেও কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা শুরু হয়। তবে ১০ গোয়েন্দা সংস্থাকে বিশেষ অধিকার দেওয়ায় সাধারণ মানুষের গোপনীয়তায় হস্তক্ষেপ করছে সরকার। নির্বাচনের আগে জল মাপতেই গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করছে কেন্দ্র। কিন্তু সংসদে বিরোধীদের এই ইস্যু নিয়ে জবাব দিলেন অরুণ জেটলি। তিনি বলেন, “বিরোধী সদস্যরা এই নোটিসের বিষয়ে জেনে মন্তব্য করলেই ভাল করতেন। এটা নতুন নোটিস নয়। সংবিধান মেনেই গোয়েন্দা সংস্থাকে এরকম অধিকার দিয়েছে কেন্দ্র। ৬৯ ধারায় তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী গোয়েন্দা সংস্থার হাতে এই ক্ষমতা দেওয়ার কথা বলা আছে। এই নির্দেশগুলো সেই মোতাবেক দেওয়া হচ্ছে। ২০০৯ সালের এরকমই এক নির্দেশকে সামনে এনেছে কেন্দ্র। আপনারা গোটা বিষয়টি পর্বতের মূষিক প্রসবের মতো দেখাচ্ছেন।” কংগ্রেসের রাজ্যসভার সাংসদ আনন্দ শর্মাকে আড়ি পাতার অভিযোগ নিয়ে এই জবাব দিলেন জেটলি।
[দেশের যে কোনও কম্পিউটারে নজর রাখবে শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলি, নির্দেশিকা কেন্দ্রের]
MHA: Competent authority hereby authorizes the following security and intelligence agencies (in attached statement) for purposes of interception, monitoring and decryption of any information generated, transmitted, received or stored in any computer resource under the said act pic.twitter.com/3oH9e7vv6T
— ANI (@ANI) December 21, 2018
বৃহস্পতিবার কেন্দ্র একটি নোটিস আনে। সেখানে বলা হয়, কেন্দ্র বা রাজ্য বা কোনও তদন্তকারী গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনও কম্পিউটার থেকে তথ্য নিতে পারে। ইন্টেলিজেন্স বুরো, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেন্ট্রাল বোর্ড অফ ট্যাক্সেস, ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, ডিরেক্টরেট অফ সিগনাল ইন্টেলিজেন্স, সিবিআই, এনআইএ, র’ও দিল্লি পুলিশ কমিশনারকে অনুমতি দেয় কেন্দ্র। সরকারের এই আড়ি পাতার অনুমতির পরই দেশজুড়ে প্রতিবাদে নামে বিরোধীরা। শুক্রবার কংগ্রেস নেতা আনন্দ শর্মা, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএমের সীতারাম ইয়েচুরি, সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব কেন্দ্রের বিরুদ্ধে সরব হন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.