সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানে (Afghanistan) শুরু হয়েছে তালিবানি শাসন। এবার কাবুলের নীতি নির্ধারণে বড় ভূমিকা নেবে পাকিস্তান। ফুলেফেঁপে ভারতের জন্য কাশ্মীরে বিপদ আরও বাড়িয়ে তুলবে হাক্কানি নেটওয়ার্ক, লস্কর ও জইশের মতো জঙ্গি সংগঠনগুলি। এহেন পরিস্থিতিতে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর।
Discussed latest developments in Afghanistan with @SecBlinken. Underlined the urgency of restoring airport operations in Kabul. Deeply appreciate the American efforts underway in this regard.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) August 16, 2021
মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডেলে জয়শংকর লেখেন, “আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে সেক্রেটারি ব্লিঙ্কেনের সঙ্গে আলোচনা হয়েছে। কাবুল বিমানবন্দরে দ্রুত পরিষেবা পুনর্বহাল করার বিষয়ে কথা হয়েছে। এই বিষয়ে আমেরিকার সহযোগীতা প্রশংসনীয়।” বলে রাখা ভাল, তালিবানের কাবুল দখলের পর থেকেই আফগানিস্তানে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। দেশহ ছাড়ার জন্য মরিয়া চেষ্টা করছেন হাজার হাজার আফগান নাগরিক। সূত্রের খবর, সোমবার রাতে কাবুলের ভারতীয় দূতাবাসটি কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। রাষ্ট্রদূত-সহ ওই দূতাবাসে কর্মরত সমস্ত ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। আপাতত, সেখানে কাজ করবেন শুধু আফগান কর্মীরা। আমেরিকার সেনা প্রত্যাহার পর্ব শুরু হওয়ার পর থেকেই আফাগানিস্তানের বিভিন্ন প্রদেশের দখল নিতে শুরু করেছিল তালিবান। তারই প্রেক্ষিতে এর আগে আফগানিস্তানের কান্দাহার, হেরাত এবং মাজার-ই-শরিফের তিনটি ভারতীয় কনসুলেট বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখানে কর্মরত কূটনীতিক ও অন্যান্য কর্মীদের ভারতে ফেরত আনা হয়েছিল। সোমবার কাবুল থেকে ১২০ জন ভারতীয় কর্মীকে নিয়ে দেশের উদ্দেশে রওনা দেয় বায়ুসেনার একটি C-17 বিমান। যদিও তালিবান আশ্বাস দিয়েছে বিদেশি কুটনীতিকদের নিরাপত্তা দেওয়া হবে। একইসঙ্গে ভারতকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে তালিবানের মুখপাত্র। কিন্তু পরিস্থিতিতে আসলে ভিন্ন তা স্পষ্ট।
এদিকে, সোমবার আফগানিস্তান নিয়ে বৈঠকে বসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে দ্রুত হিংসা থামানোর আবেদন জানানো হয়। রাষ্ট্রসংঘের মহাসচিব গোটা বিশ্বের কাছে আফগাণ্ডের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন। তালিবানের কাছে আফগানদের মানবাধিকারকে সম্মান জানানোর আরজিও জানান তিনি। তবে রাষ্ট্রসংঘের বৈঠক কূটনৈতিক পালা ছাড়া আর কিছুই নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.