সোমনাথ রায়, নয়াদিল্লি: নির্বাচন কমিশনের নতুন বিধিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ জয়রাম রমেশ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজেই সে কথা জানালেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা রাজ্যসভার সাংসদ। অভিযোগ, নির্বাচনী ব্যবস্থায় দ্রুত ক্ষয় ধরছে। আশা রাখি, সুপ্রিম কোর্ট উপযুক্ত পদক্ষেপ করবে।
ভারতের নির্বাচন ব্যবস্থায় বড় বদল! এবার থেকে আর ভোট সংক্রান্ত সব নথি জনসমক্ষে আনবে না নির্বাচন কমিশন। নিয়ম বদলের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। মোদি সরকারের নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালতও চাইলে নির্বাচন কমিশনকে ভোট সংক্রান্ত সব নথি প্রকাশ্যে আনার নির্দেশ দিতে পারবে না। নির্বাচন প্রক্রিয়া নিয়মাবলি, ১৯৬১ -এর আইনে বদল এনেছে মোদি সরকার। বিষয়টিকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে রিট দাখিল করল কংগ্রেস।
এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে জয়রাম রমেশ লেখেন, ‘নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। যাদের উপর স্বচ্ছভাবে ভোট প্রক্রিয়া আয়োজনের দায়িত্ব রয়েছে। তারা আমজনতার সঙ্গে আলোচনা ছাড়া এককভাবে এরকম গুরুত্বপূর্ণ কোনও আইন বদলে ফেলতে পারে না।’ বর্ষীয়ান কংগ্রেস নেতার আরও অভিযোগ, আইনের এই বদল নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে। শীর্ষ আদালত এই পরিস্থিতির মোকাবিলা করতে পারবে বলেই মনে করছেন কংগ্রেস নেতা।
A Writ has just been filed in the Supreme Court challenging the recent amendments to the Conduct of Election Rules, 1961.
The Election Commission, a Constitutional body, charged with the conduct of free and fair elections cannot be allowed to unilaterally, and without public…
— Jairam Ramesh (@Jairam_Ramesh) December 24, 2024
তবে এ নিয়ে আর কোনও রাজনৈতিক দল কংগ্রেসের পাশে দাঁড়ায় কি না, সেদিকে নজর থাকবে। কারণ, ইভিএম, নির্বাচনবিধি এ সংক্রান্ত সমস্ত কিছু নিয়ে আপত্তি তুলেছে শতাব্দিপ্রাচীন দলটি। এই ইস্যুতে তৃণমূল, আপ, সপার মতো দলগুলি কোনওদিনই তাদের পাশে দাঁড়ায়নি। এক্ষেত্রে কী হয়, সেটা দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.