Advertisement
Advertisement

Breaking News

Jaipur

পান থেকে চুন খসলেই মারধর করে বউ! পুলিশের দ্বারস্থ ‘পীড়িত’ স্বামী

আগেও স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন স্বামী।

Jaipur Man lodges case against wife says she is beating him | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Kishore Ghosh
  • Posted:June 21, 2023 12:53 pm
  • Updated:June 21, 2023 12:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গার্হস্থ্য হিংসাই, তবে কতকটা ভিন্ন। সামান্য কারণেও স্ত্রী তাঁ গায়ে হাত তোলেন, অত্যাচার চালান তাঁর বাবা-মায়ের উপরেও। এমন অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন স্বামী। যদিও দীর্ঘ দাম্পত্য জীবন ওই ব্যক্তির। সন্তানরাও প্রাপ্তবয়স্ক। তথাপি ইদানীংকালে মাত্রা ছাড়িয়েছে অশান্তি। পুলিশ অভিযোগকারী স্বামীর মেডিক্যাল পরীক্ষা করিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ঘটনাটি রাজস্থানের (Rajasthan) জয়পুরের। রবিবার থানায় গিয়ে স্ত্রী রচনার নামে অভিযোগ করেন বিক্রম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৪ বছরের দাম্পত্য জীবন যুগলের। এক ছেলের বয়স ২১, মেয়ে ২৩ বছরের। জয়পুরের ঝোটওয়ারা থানার পুলিশ জানিয়েছে, রচনা দীর্ঘদিন ধরে অত্যাচার চালাচ্ছেন, দাবি করেছেন বিক্রম। গত ১৭ জুন শেষ বার তাঁকে মারধর করেন স্ত্রী। চার বার রচনার নামে অভিযোগও দায়ের করেছিলেন তিনি। যদিও তাতেও কাজ হয়নি, মারের হাত থেকে বাঁচতে পারেননি। তাই ফের পুলিশের দ্বারস্থ।

Advertisement

[আরও পড়ুন: গৃহহীন মহিলাদের দেখে হাসি! প্রকাশ্যে ইঞ্জিনিয়ারকে চড় মহারাষ্ট্রের মহিলা বিধায়কের]

বিক্রম পুলিশকে অভিযোগ করেছেন, পান থেকে চুন খসলেই মেজাজ হারান স্ত্রী। এরপর তাঁকে চড়-থাপ্পড় মারেন। ধাক্কা মেরে ফেলে দেন মাঝেমাঝে। বিক্রমের মা, বাবাকেও গালিগালাজ করেন রচনা। রেগে জিনিসপত্র ভাঙচুর করাও তাঁর স্বভাব। তদন্তকারীরা জানিয়েছেন, দু’পক্ষকে মুখোমুখি বসিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। এ ছাড়া আর কোনও রাস্তা নেই।

[আরও পড়ুন: স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ, বদলা নিতে পরিবারের সবাইকে খুন! শেষে নিজেও আত্মঘাতী যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement