জয়পুরের ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: পিটিআই।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয়পুরের ভয়ংকর পথ দুর্ঘটনা কেড়ে নিয়েছে ১৪টি প্রাণ। আহত অন্তত ৩০। মৃতদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করল রাজস্থান সরকার। সেই সঙ্গে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে দুর্ঘটনা নিয়ন্ত্রণে বড় সিদ্ধান্ত নিল প্রশাসন।
শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে জয়পুর-আজমেঢ় হাইওয়েতে অবস্থিত একটি পেট্রল পাম্পে। জানা গিয়েছে, পেট্রল পাম্পের সামনে দাঁড় করানো ছিল একটি সিএনজি ট্যাঙ্কার। সেই সময়ে আচমকাই বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা মারে একটি পণ্যবাহী ট্রাক। গাড়ি-সহ ট্যাঙ্কারে ধাক্কা লাগার পরেই গ্যাস বেরতে শুরু করে। গ্যাস ছড়িয়ে পড়তেই পেট্রল পাম্পে বিরাট বিস্ফোরণ। দাউদাউ করে আগুন ধরে যায়। গোটা পেট্রল পাম্পে ছড়িয়ে যায় আগুন। অন্তত ৩০টি গাড়ি পুড়ে গিয়েছে এই অগ্নিকাণ্ডে। ঘটনাস্থলে পৌঁছয় বিরাট দমকলবাহিনী। গ্রিন করিডর করে আহতদের হাসপাতালে পৌঁছে দেয় অ্যাম্বুল্যান্স। আহতদের নিয়ে যাওয়া হয় জয়পুরের সোয়াই মান সিং হাসপাতালে। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। আক্রান্তদের পরিবারপিছু ৫ লক্ষ, আহতদের ১ লক্ষ এবং মৃতদের ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে প্রশাসন।
ইতিমধ্যেই মুখ্য সচিবের কাছ থেকে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্টের পথসুরক্ষা কমিটি। পাশাপাশি রাস্তার পরিস্থিতিও পরীক্ষা করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই ভুল থেকে শিক্ষা নিয়েই দুর্ঘটনা নিয়ন্ত্রণে বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। রাস্তার হাল যাতে বেহাল না থাকে এবং গুণগত মানও যাতে বজায় থাকে, পুর্তদপ্তরকে সে বিষয়টি নিশ্চিত করতে বলেছেন তিনি। সেই সঙ্গে তিনি জানান, পথসুরক্ষার জন্য ২,৩৫০ কোটি টাকা খরচ করবে রাজ্য। এদিকে এদিন আহতদের দেখতে হাসপাতালে পৌঁছেছিলেন কংগ্রেস নেতা শচীন পাইলট। দুর্ঘটনা রুখতে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে বলে জানান তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.