Advertisement
Advertisement

কো-অপারেটিভ ব্যাঙ্কে আয়কর হানা, নতুন নোটে উদ্ধার ১.৩৮ কোটি টাকা

উদ্ধার ২ কিলো সোনা, চিহ্নিত ভুয়া অ্যাকাউন্ট৷

Jaipur IT Department seizes Rs 1.56 crore from urban co-operative bank
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 12, 2016 4:37 pm
  • Updated:December 12, 2016 4:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের জয়পুরে একটি কো-অপারেটিভ ব্যাঙ্কের একাধিক শাখায় হানা দিল আয়কর বিভাগ৷ সোমবার অভিযান চালিয়ে ইন্টিগ্রাল আর্বান কো-অপারেটিভ ব্যাঙ্কের নানা শাখা থেকে মোট ১ কোটি ৫৬ লক্ষ টাকা উদ্ধার করেছে আয়কর বিভাগ৷ সূত্রের খবর, শুধু হিসাব বহির্ভূত টাকাই নয়, ওই ব্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে প্রচুর সোনাও৷ চিহ্নিত করা গিয়েছে বেশ কয়েকটি ভুয়া অ্যাকাউন্ট৷

আয়কর বিভাগের অফিসাররা জানিয়েছেন, উদ্ধার হওয়া প্রায় দেড় কোটি টাকার মধ্যে নতুন ২০০০ টাকার নোটেই মিলেছে ১ কোটি ৩৮ লক্ষ টাকা৷ বাকি পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটে৷ নতুন ২০০০ টাকার নতুন নোটে উদ্ধার হওয়া ওই বিপুল পরিমাণ টাকা মাথাব্যথা বাড়াচ্ছে আয়কর বিভাগের৷ সাধারণ মানুষ যেখানে ঘন্টার পর ঘন্টা ব্যাঙ্ক-এটিএম-ডাকঘরের বাইরে দাঁড়িয়েও ২০০০ টাকা পাচ্ছেন না, তখন কী ভাবে অসাধু ব্যাঙ্ক কর্মীদের হাতে পৌঁছে যাচ্ছে নতুন নোট, জানতে তদন্তে নেমেছেন সংশ্লিষ্ট অফিসাররা৷ সূত্রের খবর, ওই ব্যাঙ্কের কর্তারাই তাঁদের কালো টাকাকে নতুন নোটে বদলে ফেলেছেন৷ সেই দুষ্কর্মের জন্যই খোলা হয়েছিল ভুয়া অ্যাকাউন্ট৷

Advertisement

নতুন নোটের পাশাপাশি ওই কো-অপারেটিভ ব্যাঙ্কের লকার থেকে উদ্ধার হয়েছে ২ কিলোগ্রাম সোনা৷ ভুয়া অ্যাকাউন্ট হোল্ডারের নামে খোলা হয়েছিল ওই লকার৷ উদ্ধার হওয়া সোনার বাজারদর আনুমানিক ২ কোটি ২০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে৷ ওই বিপুল পরিমাণ সোনা ও নগদ টাকা বাজেয়াপ্ত করেছে আয়কর বিভাগ৷ এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement