Advertisement
Advertisement
Atiq Ahmed

আশঙ্কা প্রকাশ করেছিলেন বাবা, এনকাউন্টারে খতম উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিকের ছেলে

কয়েক দিন আগেই যাবজ্জীবনের সাজা পেয়েছেন আতিক।

Jailed UP gangster Atiq Ahmed's son killed in encounter। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 13, 2023 2:10 pm
  • Updated:April 13, 2023 2:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের এনকাউন্টার উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদের (Atiq Ahmed) ছেলে-সহ দু’জনের মৃত্যু হল পুলিশের গুলিতে। ঝাঁসিতে ঘটেছে ওই এনকাউন্টারের ঘটনা। উল্লেখ্য, কয়েক দিন আগেই আতিককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। বৃহস্পতিবার এনকাউন্টারে মৃত্যু হল তাঁর ছেলে আসাদ আহমেদের।

২০০৫ সালে বিএসপি (BSP) নেতা রাজু পাল হত্যায় সাক্ষী ছিলেন আইনজীবী উমেশ পাল। গত ফেব্রুয়ারিতে তিনি খুন হন। উমেশকে অপহরণে দোষী সাব্যস্ত হয়েছেন গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদ। উমেশের হত্যা মামলায় ‘ওয়ান্টেড’ ছিলেন আসাদ ও গুলাম। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছিল যোগীরাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আতিকের ভয় ছিল তাঁকে এনকাউন্টারের মুখে পড়তে হবে। শেষ পর্যন্ত তিনি নন, এনকাউন্টারে প্রাণ হারালেন তাঁর ছেলে।

Advertisement

[আরও পড়ুন: বিদেশি অনুদানে গরমিলের অভিযোগ, ফের BBC’র বিরুদ্ধে তদন্ত কেন্দ্রের, এবার আসরে ED]

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার আসাদ ও গুলাম দু’জনেই উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের উপরে গুলি চালান। এরপর পুলিশও পালটা গুলি চালালে তাঁদের মৃত্যু হয় ঘটনাস্থলেই। তাঁদের কাছ থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, নতুন সেলফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তারপর থেকে গত বছর ছয়েকের মধ্যে ১০ হাজারেরও বেশি এনকাউন্টার হয়েছে তাঁর রাজ্যে। যাতে মারা গিয়েছেন ৬৩ জন অপরাধী। যোগী সরকারের তরফে এই তথ্য জানানো হয়েছিল গত মাসেই। কয়েকদিন আগেই যোগীকে যে প্রসঙ্গে বলতে শোনা গিয়েছিল,যে গ্যাংস্টাররা এতদিন মানুষকে ভয় দেখাতেন, অপহরণ করতেন, আতঙ্কিত করে রাখতেন আইনের তোয়াক্কা না করে, এখন তাঁরাই আদালতে সাজার মুখে পড়ে প্যান্ট ভিজিয়ে ফেলছেন। এরপরই এদিন ফের এনকাউন্টারে মৃত্যু হল দুই গ্যাংস্টারের।

[আরও পড়ুন: জাল ওষুধ তৈরির অভিযোগ, ১৮ ফার্মা কোম্পানির লাইসেন্স বাতিল করল কেন্দ্র]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement