সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ৬ এপ্রিল বিশেষ আদালতের অনুমতি নিয়ে কবিতাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তাঁর বয়ান রেকর্ডও করা হয়েছিল। সেই সময়ই কবিতা ক্ষোভ উগরে জানিয়েছিলেন, যা হচ্ছে তা পুরোপুরি ‘রাজনৈতিক’। বিরোধীদের ‘টার্গেট’ করে ফাঁসানো হচ্ছে। তাঁকে বলতে শোনা গিয়েছিল, ”বয়ানের উপরেই সম্পূর্ণ মামলাটি দাঁড়িয়ে রয়েছে। এটা একটা রাজনৈতিক মামলা। বিরোধী দলগুলিকে টার্গেট করে মামলা করা হচ্ছে। সিবিআই ইতিমধ্যেই জেলে আমার বয়ান গ্রহণ করেছিল।” এই মামলার আর এক অভিযুক্ত বুচি বাবুর ফোনে প্রাপ্ত কবিতার সঙ্গে তাঁর চ্যাট ও আবগারি দুর্নীতির সঙ্গে যুক্ত জমি সংক্রান্ত চুক্তির নথিই সিবিআইয়ের প্রধান ‘অস্ত্র’ এই মামলায়।
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডি (ED) গত ১৫ মার্চ কবিতার হায়দরাবাদের (Hyderabad) বাড়িতে তল্লাশি চালায়। সেই সঙ্গে চলে জিজ্ঞাসাবাদ। পরে বিকেলে গ্রেপ্তার করা হয় তাঁকে। দাবি, আপ নেতা ও দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া আবগারি নীতির পরিবর্তন করে দক্ষিণ ভারতে যে ব্যবসায়িক সংস্থাকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন, তার ৬৫ শতাংশের মালিক এই কবিতা। অন্যায় সুবিধা পেতে তিনি আপ নেতাদের ১০০ কোটি টাকা দেন বলেও অভিযোগ ইডির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.