সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেল সুপারিন্টেন্ডেন্টের লাগাতার হেনস্তা। সুইসাইড নোট ও সেলফি ভিডিওতে সেই হেনস্তার অভিযোগ জানিয়ে নিখোঁজ হলেন জেলের ওয়ার্ডেন। রবিবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের চেরলাপল্লি জেলে।জানা গিয়েছে, নিখোঁজ ওয়ার্ডেনের নাম কে শ্রীনিবাস। সেলফি ভিডিও ও সুইসাইড নোটে জেলকর্তার বিরুদ্ধে তাঁর অভিযোগ, কর্মক্ষেত্রে বারবার হেনস্তার শিকার হয়েছেন তিনি। খোদ জেলের সুপারিন্টেন্ডেন্টের তাঁর বিরুদ্ধে মিথ্যে কথা বলেছেন। জেলের অন্যান্য আধিকারিকদের সামনে তাঁকে অপমান করেছেন। তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন। রবিবার রাতে সেলফি ভিডিওতে গোটা ঘটনাই বলেছেন শ্রীনিবাস।
পুলিশ জানিয়েছে, সুইসাইড নোট ও সেলফি ভিডিওতে অভিযোগ জানানোর পর থেকেই ওয়ার্ডেনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে অভিযোগ জানানোর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছেন তিনি। সংসারের একমাত্র রোজগেরে হওয়ায় তাঁর মৃত্যুতে বিপদে পড়বেন স্ত্রী ও সন্তান। তাঁদের সহযোগিতা করার জন্য মুখ্যমন্ত্রীর কছে দরবারও করেন শ্রীনিবাস।
স্বামী যে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তা জানতেন স্ত্রী। তাই তাঁকে ফেরানোরও চেষ্টা করেন। কিন্তু কোনও লাভ হয়নি। নিজের সিদ্ধান্তে অবিচল শ্রীনিবাস ঘরে ফেরেননি। তবে সুইসাইড নোট প্রকাশ করে কোথায় উধাও হয়েছেন তা জানে না পুলিশ বা বাড়ির লোকজন। শুরু হয়েছে তল্লাশি।বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে চেরলাপল্লি জেলের সুপারিন্টেন্ডেন্ট। তবে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি। এই ঘটনায় ক্ষোভে ফুটছেন শ্রীনিবাসের সহকর্মীরা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের পাশাপাশি শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.