Advertisement
Advertisement

সেলফি ভিডিওতে জেলকর্তার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনে নিখোঁজ ওয়ার্ডেন

সুইসাইড নোটেই মুখ্যমন্ত্রীর কাছে সুবিচারের আরজি জেলকর্মীর।

Jail warden goes missing after sending suicide note and video
Published by: Shammi Ara Huda
  • Posted:August 6, 2018 9:03 am
  • Updated:August 6, 2018 1:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কজেল সুপারিন্টেন্ডেন্টের লাগাতার হেনস্তা। সুইসাইড নোট ও সেলফি ভিডিওতে সেই হেনস্তার অভিযোগ জানিয়ে নিখোঁজ হলেন জেলের ওয়ার্ডেন। রবিবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের চেরলাপল্লি জেলে।জানা গিয়েছে, নিখোঁজ ওয়ার্ডেনের নাম কে শ্রীনিবাস। সেলফি ভিডিও ও সুইসাইড নোটে জেলকর্তার বিরুদ্ধে তাঁর অভিযোগ, কর্মক্ষেত্রে বারবার হেনস্তার শিকার হয়েছেন তিনি। খোদ জেলের সুপারিন্টেন্ডেন্টের তাঁর বিরুদ্ধে মিথ্যে কথা বলেছেন। জেলের অন্যান্য আধিকারিকদের সামনে তাঁকে অপমান করেছেন। তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন। রবিবার রাতে সেলফি ভিডিওতে গোটা ঘটনাই বলেছেন শ্রীনিবাস।

[‘চাকরি কোথায়?’, বেকার সমস্যায় ‘স্বীকারোক্তি’ খোদ কেন্দ্রীয় মন্ত্রীর]

পুলিশ জানিয়েছে, সুইসাইড নোট ও সেলফি ভিডিওতে অভিযোগ জানানোর পর থেকেই ওয়ার্ডেনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে অভিযোগ জানানোর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছেন তিনি। সংসারের একমাত্র রোজগেরে হওয়ায় তাঁর মৃত্যুতে বিপদে পড়বেন স্ত্রী ও সন্তান। তাঁদের সহযোগিতা করার জন্য মুখ্যমন্ত্রীর কছে দরবারও করেন শ্রীনিবাস।

Advertisement

স্বামী যে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তা জানতেন স্ত্রী। তাই তাঁকে ফেরানোরও চেষ্টা করেন। কিন্তু কোনও লাভ হয়নি। নিজের সিদ্ধান্তে অবিচল শ্রীনিবাস ঘরে ফেরেননি। তবে সুইসাইড নোট প্রকাশ করে কোথায় উধাও হয়েছেন তা জানে না পুলিশ  বা বাড়ির লোকজন। শুরু হয়েছে তল্লাশি।বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে চেরলাপল্লি জেলের সুপারিন্টেন্ডেন্ট। তবে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি। এই ঘটনায় ক্ষোভে ফুটছেন শ্রীনিবাসের সহকর্মীরা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের পাশাপাশি শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।

[নিঃস্ব বৃদ্ধার মৃত্যুতে দর্শক গ্রামবাসী, একাই সৎকার করলেন বিধায়ক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement