Advertisement
Advertisement
Jagdeep Dhankhar

‘ঐতিহাসিক মুহূর্ত’, সংসদের নতুন ভবনে জাতীয় পতাকা উত্তোলন উপরাষ্ট্রপতির, অনুপস্থিত খাড়গে

প্রধানমন্ত্রীর জন্মদিন পালনেই বিশেষ অধিবেশন, খোঁচা তৃণমূলের।

Jagdeep Dhankhar hoists national flag at new Parliament building | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 17, 2023 10:49 am
  • Updated:September 17, 2023 10:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের পুরোনো সংসদ ভবনকে বিদায় জানিয়ে নতুন সংসদে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়ে গেল। বিশেষ অধিবেশনের একদিন আগে নতুন সংসদের গজদ্বারে জাতীয় পতাকা উত্তোলন করলেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়।

সোমবার থেকে সংসদের বিশেষ অধিবেশন। তার আগেই এদিন নতুন সংসদ (Parliament) ভবনে কাজকর্ম কার্যত শুরু হয়ে গেল। ধনকড় এদিন জাতীয় পতাকা উত্তোলন করে বললেন,”এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। ভারত এক নতুন যুগের সূচনা। গোটা বিশ্ব ভারতের এই পরিবর্তন দেখছে। ভারতের অবদানকে স্বীকৃতি দিচ্ছে। আমরা এমন উন্নয়ন যোগ্যের মধ্যে আছি, যা একটা সময় কল্পনাও করা যেত না।”

Advertisement

[আরও পড়ুন: হকার উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র হাওড়া স্টেশন, লাঠিচার্জ আরপিএফের]

ঘটনাচক্রে রবিবার আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিন। সেইদিনই সংসদের নতুন ভবনের পতাকা উত্তোলন কেন? সেটা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন গোটা অধিবেশনটাকেই প্রধানমন্ত্রীর জন্মদিনের উদযাপন বলে কটাক্ষ করেছেন। তাঁর বক্তব্য, সংসদের অধিবেশন ডাকাই হয়েছে মোদির জন্মদিন উদযাপনের জন্য। উল্লেখ্য, রবিবার বিকালেই আবার বিশেষ অধিবেশন নিয়ে সর্বদল বৈঠক ডেকেছে সরকার। তাতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীও।

[আরও পড়ুন: রেলট্র্যাক, সিগন্যালিংয়ের কাজ, রবিবার হাওড়া শাখায় বাতিল বেশ কয়েকটি ট্রেন]

এদিকে এসবের মধ্যে সংসদে তেরঙ্গা উত্তোলন অনুষ্ঠান নিয়ে বিতর্কও বেঁধে গিয়েছে। আসলে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও। কিন্তু খাড়গের অভিযোগ, তিনি আমন্ত্রণপত্র এতটাই দেরিতে পেয়েছেন, যে তাঁর পক্ষে ওই অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব নয়। তবে খাড়গে না এলেও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের অধীর চৌধুরী এবং প্রমোদ তিওয়ারি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement