Advertisement
Advertisement

Breaking News

Jagdeep Dhankar

‘আপনি আমার হৃদয়ের এক নম্বর স্থানে’, খাড়গের সঙ্গে রসিকতা ধনখড়ের

জবাবে কী বললেন বিরোধী নেতা?

Jagdeep Dhankar tells Mallikarjun Kharge ‘you're No. 1 in my heart’। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 25, 2023 9:10 pm
  • Updated:July 25, 2023 9:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার রাজ্যসভা তোলপাড় হল মণিপুর (Manipur) ইস্যুতে। কিন্তু তারই মধ্যে বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) মধ্যে হালকা মেজাজে কথা চালাচালি হতে দেখা গেল। ধনখড়কে বলতে শোনা গেল, ”আপনি আমার হৃদয়ের এক নম্বর স্থানে রয়েছেন।”

ঠিক কী হয়েছিল? মণিপুর ইস্যু নিয়ে আলোচনার দাবি তুলেছিলেন খাড়গে। তাঁর দাবি ছিল, যে সাংসদরা এই আলোচনার দাবি তুলেছিলেন, তাঁদের মধ্যে তিনি অন্যতম। তখন ধনখড় সরস ভঙ্গিতে বলেন, ”সময় পেলেই সেটা হবে। কিন্তু আপনি আমার হৃদয়ের এক নম্বর স্থানে রয়েছেন।”

Advertisement

[আরও পড়ুন: INDIA জোটকে ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তুলনা! মোদির মন্তব্যে তুঙ্গে বিতর্ক]

এই কথার জবাবে খাড়গে বলে ওঠেন, ”আমি জানি আপনার হৃদয় অত্যন্ত বড়। কিন্তু সেটা অন্য দিকে রয়েছে।” একথা শুনে হো হো করে হেসে ওঠেন রাজ্যসভার সাংসদরা। ধনখড়ের মুখেও লেগেছিল হাসি।

উল্লেখ্য, মণিপুর ইস্যুতে যেখানে মোদি সরকারের বিরোধীতার সুর চড়িয়েছে বিরোধীরা, তেমনই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের কাছে ধমক খেয়েছেন রাজ্যসভায় তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন। সাসপেন্ড করা হয়েছে আপ সাংসদ সঞ্জয় সিংকেও। এমন পরিস্থিতিতে একেবারে অন্যরকম ছবিও দেখা গেল রাজনৈতিক আঙিনায়।

[আরও পড়ুন: রিলস বানাতে গিয়ে মর্মান্তিক পরিণতি! ঝরনার জলের তোড়ে ভেসে গেলেন যুবক, প্রকাশ্যে ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement