সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজা তৃতীয় চার্লসের (King Charles III) রাজ্যাভিষেকে ভারতের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। মঙ্গলবার এই কথা ঘোষণা করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। প্রসঙ্গত, আগামী ৬ মে ব্রিটেনের রাজা হিসাবে অভিষেক হবে রাজা তৃতীয় চার্লসের। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে বিশাল অনুষ্ঠানের মাধ্যমে রাজপদে বসবেন তিনি। সেই অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন উপরাষ্ট্রপতি।
মঙ্গলবার ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, আগামী ৫ ও ৬ মে ব্রিটেন সফরে যাবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। ভারত সরকারের প্রতিনিধি হিসাবে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে (Charles III Coronation) যোগ দেবেন তিনি। ভারত ও ব্রিটেন- দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ২০৩০ সালের মধ্যে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ করতে চাইছে দুই দেশ।
প্রসঙ্গত, ২০২২ সালের আগস্ট মাসে প্রয়াত হন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর শেষকৃত্যে যোগ দিতে লন্ডনে গিয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দু’দিন ব্যাপী লন্ডন সফরে গিয়ে ভারতের তরফে প্রয়াত রানিকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। তবে নতুন রাজার অভিষেকে ভারতের প্রতিনিধিত্ব করবেন উপরাষ্ট্রপতি। ওয়েস্টমিনস্টার অ্যাবের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। রাজা চার্লস ছাড়াও একইদিনে রানি হিসাবে অভিষেক করা হবে তাঁর স্ত্রী ক্যামিলাকেও।
ব্রিটিশ রাজপরিবারের তরফে জানা গিয়েছে, আগামী ৬ মে সকালেই রাজ্যাভিষেকের অনুষ্ঠান শুরু হবে। বিশাল জনতার ভিড়ের মধ্য দিয়ে ঘোড়ায় টানা বিশেষ গাড়িতে চেপে গির্জায় পৌঁছবেন চার্লস। সেখানে অভিষেকের পরে আবারও সেই গাড়িতে চেপেই বাকিংহ্যাম প্যালেসে ফিরবেন তিনি। তবে অভিষেকের পর তাঁর সঙ্গে থাকবে বিশাল সেনাবাহিনী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.