Advertisement
Advertisement
Jagannath

শ্রীজগন্নাথ মোদির ভক্ত! বিজেপি মুখপাত্রের মন্তব্যে বিতর্ক, ‘মুখ ফসকে…’, সাফাই সম্বিতের

সোমবার ওড়িশা সফরে পুরীর মন্দিরে পুজো দেন মোদি।

Jagannath is Modi's bhakt, Sambit Patra's 'slip of tongue' creates controversy

ছবি: সংগৃহীত

Published by: Biswadip Dey
  • Posted:May 20, 2024 9:24 pm
  • Updated:May 21, 2024 10:23 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি মুখপাত্র সম্বিৎ পাত্রের মন্তব্যে বিতর্ক ছড়াল। এদিন ওড়িশায় লোকসভা ও বিধানসভা নির্বাচনের দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন ভগবান শ্রীজগন্নাথ নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত! পরে বিতর্ক দানা বাঁধতেই সম্বিৎ স্বীকার করে নেন, তিনি যা বলেছেন তা মুখ ফসকে বলে বলে ফেলেছেন।

পুরী লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী তিনি। সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ”লক্ষ লক্ষ মানুষ আজ হাজির ছিলেন প্রধানমন্ত্রী মোদিকে দেখতে। জগন্নাথ (Jaganattah) নিজে মোদির (PM Modi) ভক্ত। আর আমরা সকলেই মোদির পরিবার। আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এবং আজ সমস্ত ওড়িয়ার কাছে একটা স্মরণীয় দিন।”

Advertisement

তাঁর এহেন মন্তব্যের পরই বিতর্ক তুঙ্গে ওঠে। নবীন পট্টনায়েক তীব্র আক্রমণ করেন বিজেপিকে (BJP)। সোশাল মিডিয়ায় তাঁকে লিখতে দেখা যায়, ‘মহাপ্রভু শ্রীজগন্নাথ ব্রহ্মাণ্ডের অধীশ্বর। মহাপ্রভুকে কোনও মানুষের ভক্ত বলা ঈশ্বরের অবমাননা। এর ফলে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা কোটি কোটি ওড়িয়া ও জগন্নাথ-ভক্তর ভাবাবেগে আঘাত লেগেছে।’ এখানেই শেষ নয়, তিনি আরও লেখেন, ‘ওড়িয়া অস্মিতার মহান চিহ্ন হলেন ঈশ্বর। মহাপ্রভুকে কোনও মানুষের ভক্ত বলাটা তাঁকে অপমান করা। আমি এর তীব্র নিন্দা করছি।’

Advertisement

[আরও পড়ুন: তাজমহলের পাশে মসজিদের ভিতর থেকে উদ্ধার যুবতীর অর্ধনগ্ন দেহ, ছড়াল তীব্র চাঞ্চল্য]

এর পর বিতর্ক তুঙ্গে ওঠে। পরে আসরে নামেন সম্বিৎ (Sambit Patra)। তিনি লেখেন, ‘আজ আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফল রোড শোয়ের পরে বহু মিডিয়াকে অসংখ্য বাইট দিয়েছি। সর্বত্রই আমি বলেছি মোদি শ্রীজগন্নাথ মহাপ্রভুর ভক্ত। কিন্তু ভুল করে একবার উলটোটা বলে ফেলেছি। এই বিষয়টিকে দয়া করে ইস্যু বানাবেন না। মুখ ফসকে ভুল কথা আমরা অনেকেই বলে ফেলি।’ তাঁর এহেন পোস্টের উত্তরে নবীন কী লেখেন, সেদিকে তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, সোমবার ওড়িশা সফরে পুরীর মন্দিরে পুজো দেন মোদি। রোড শো করেন। এদিন পুরীর আঙ্গুলের সভা থেকে তিনি বলেন, ‘‘বিজেডির শাসনে নিরাপদ নয় পুরীর জগন্নাথ মন্দির। ছয় বছর হয়ে গেল, রত্ন ভাণ্ডারের চাবি পাওয়া যাচ্ছে না।’’ বারোশো শতকের মন্দিরে পুজো দিয়ে মোদি বলেন, ‘‘মহাপ্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করেছি, যেন সর্বদা তাঁর আশীর্বাদ আমাদের উপর থাকে এবং আমরা যেন নতুন উচ্চতার পথে এগোতে পারি।’’

[আরও পড়ুন: ‘ধর্মনিরপেক্ষতার আড়ালে জাতপাত ও ধর্মের রাজনীতি করছে বিরোধীরা’, অভিযোগ মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ