Advertisement
Advertisement

ভোটের আগে রহস্যমৃত্যু রেড্ডি পরিবারের সদস্যের, খুনের অভিযোগ ভাইপোর

শৌচালয়, শোয়ার ঘরে চাপ রক্তের মাঝেই উদ্ধার মৃতদেহ৷

Jagan Reddy's uncle found dead in his room
Published by: Sucheta Sengupta
  • Posted:March 15, 2019 8:51 pm
  • Updated:March 15, 2019 9:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের আগে রহস্যজনকভাবে মৃত্যু হল ওয়াইএসআর কংগ্রেসের নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রীর৷ নিহত বিবেকানন্দ রেড্ডি সম্পর্কে অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডির ভাই, জগনমোহন রেড্ডির কাকা৷ অন্ধ্রের অমরাবতীতে ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে তাঁর মৃতদেহ৷ তাঁর শোয়ার ঘর এবং শৌচালয় চাপ চাপ রক্তে ভেসে যাচ্ছিল, এমন পরিস্থিতিতে উদ্ধার হয় বিবেকানন্দ রেড্ডির মৃতদেহ৷ মৃত্যু অস্বাভাবিক, এই মর্মে তাঁর ব্যক্তিগত সচিব মামলা দায়ের করেছেন স্থানীয় পুলিভেনদুলা থানায়৷

মৃত নেতার ব্যক্তিগত সচিব কৃষ্ণ রেড্ডি জানিয়েছেন, ‘বৃহস্পতিবার রাতে তিনি বাড়ি ফিরেছিলেন৷ শুক্রবার সকালে আমি ডাকতে এসে কোনও সাড়া না পেয়ে, তাঁর স্ত্রীকে ফোন করি৷ তিনি আমাকে জানান, স্যারকে বিরক্ত না করতে৷ এরপর রাঁধুনি এবং অন্যান্য কাজের লোকেরাও বাড়িতে পৌঁছান৷ তাঁরাও ডাকাডাকি করে সাড়া পাননি৷ আমার সন্দেহ হওয়ায় পাশের জানলা দিয়ে ঘুরে গিয়ে ঘরের ভিতর উঁকি মেরে দেখি, বাথরুমের কাছে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন৷’ এরপরই কৃষ্ণা রেড্ডি পুলিশে খবর দেন এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেন৷  

Advertisement

আদর্শ আচরণ বিধির চালুর পরেও চেন্নাইয়ের কলেজে সভা, বিতর্কে রাহুল

যে অবস্থায় ওয়াইএসআর কংগ্রেস নেতাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, তাতে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে৷ তাই পরিবারের তরফে পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে৷ বিবেকানন্দ রেড্ডির আরেক ভাইপো অবিনাশ রেড্ডির অভিযোগ, ‘মাথার দু জায়গা আঘাত আছে৷ একটা সামনে, একটা পিছনে৷ কাজেই একটা পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমেই বোঝা যাবে মৃত্যুর কারণ কী৷ এখানে কোনও চক্রান্ত হতেই পারে, যেহেতু সামনে নির্বাচন৷’ কাকার মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি হায়দরাবাদ থেকে পুলিভেনদুলায় ছুটে গিয়েছেন ওয়াইএসআর জগমোহন রেড্ডি এবং তাঁর মা বিজয়াম্মা৷ দিন দুই আগেই বিবেকানন্দ রেড্ডি ভাইপোর হায়দরাবাদের বাড়িতে গিয়েছিলেন৷ সেখান থেকে ফিরে পুলিভেনদুলায় দলের হয়ে প্রচার শুরু করেন বলে পরিবার সূত্রে খবর৷

ভিভিপ্যাট নিয়ে কমিশনের জবাব চাইল সুপ্রিম কোর্ট

বিবেকানন্দ রেড্ডির রাজনৈতিক কেরিয়ারও চমকপ্রদ৷ দাদা রাজশেখরের হাত ধরেই অন্ধ্রের রাজনীতিতে আগমন৷ বেশ কয়েকবার পুলিভেনদুলায থেকে জিতে বিধায়ক হয়েছেন৷ কৃষিমন্ত্রী হিসেবে কাজ করেছেন৷ ১৯৯৯ এবং ২০০৪এ সাংসদ পদে নির্বাচিত হন৷ ২০১১ সালে উপনির্বাচনে জগনের মা বিজয়াম্মার কাছে হেরে যান৷ সবসময়েই মাটির মানুষ হিসেবে জনপ্রিয় ছিলেন বিবেকানন্দ৷ তবে পরবর্তী সময়ে ভাইপো জগনের সঙ্গে রাজনৈতিক মতবিরোধ হয়৷ তারপর থেকেই কিছুটা দূরত্ব তৈরি হলেও, পারিবারিক সম্পর্কের ততটা অবনতি হয়নি৷ তবে এদিন তাঁর এমন রহস্যজনক মৃত্যু নিয়ে অনেক ধরনের সন্দেহ জাগছে দলীয় কর্মীদের৷ ওয়াইএসআর কংগ্রেসের তরফে বিবেকানন্দ রেড্ডিকে শেষ শ্রদ্ধা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে৷ প্রাক্তন মন্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর তদন্তে সিট তৈরির নির্দেশ দিয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু৷  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement