ঘটনাস্থলের ছবি
মাসুদ আহমেদ, শ্রীনগর: সিআরপিএফের টহলদারি ভ্যানের ওপর গ্রেনেড ছুঁড়ল জঙ্গিরা। এর ফলে কারও মৃত্যু না হলেও কমপক্ষে দু’জনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে একজন নাবালক আছে বলেও জানা গিয়েছে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরের কওদারা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যদিনের মতো শনিবার সকালেও শ্রীনগরের বিভিন্ন জায়গায় টহলদারি চালাচ্ছিলেন CRPF জওয়ানরা। কওদারা এলাকার একটি ট্রান্সফর্মারের সামনে দিয়ে যাওয়ার সময় তাঁদের একটি ভ্যান লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে অজ্ঞাত পরিচয়ের জঙ্গিরা। এর ফলে কমপক্ষে দু’জন জখম হয়েছে। এরপরই গোটা এলাকাজুড়ে তল্লাশি শুরু করে সিআরপিএফ। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
শ্রীনগর পুলিশ সূত্রে জানানো হয়েছে, কাওদারা এলাকায় কর্তব্যরত থাকা সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করেই গ্রেনেড ছুঁড়েছিল জঙ্গিরা। কিন্তু, তারা লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে বড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে গ্রেনেডের টুকরোর জন্য ঘটনাস্থলে থাকা কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে লস্কর-ই-তৈইবা জঙ্গি নিসার আহমেদ দারকে গ্রেপ্তার করার জেরেই এই ঘটনা ঘটিযেছে জঙ্গিরা।
প্রসঙ্গত উল্লেখ্য, নিশার আহমেদ দার নামে বছর তেইশের লস্কর জঙ্গির খোঁজে বহুদিন ধরে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। গোপন সূত্রে খবর পাওয়া যায়, শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীরের কুল্লান গান্দেরওয়াল এলাকায় রয়েছে সে। সেই অনুযায়ী গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। পরে স্থানীয় একটি হাসপাতালে খোঁজ করতেই মিলল সাফল্য। সেখান থেকে গ্রেপ্তার করা হয় নিশার আহমেদ দারকে। ধৃত ওই জঙ্গির কাছ থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ।
#UPDATE Terrorists lobbed a grenade on deployed CRPF troops in Kawdara,Srinagar which exploded near a transformer. No loss of life or injury reported. https://t.co/5SAyNNJfWY
— ANI (@ANI) January 4, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.