Advertisement
Advertisement

Breaking News

অমরনাথ

সোমবার স্থগিত থাকার পর খুলল অমরনাথ যাত্রাপথ, পুণ্যার্থীদের সুরক্ষায় আঁটসাট নিরাপত্তা

সন্ত্রাসবাদীদের ভিডিও বার্তায় স্থগিত ছিল অমরনাথ যাত্রা।

ITBP personnel placing shield wall to ensure safety of pilgrims
Published by: Bishakha Pal
  • Posted:July 9, 2019 3:52 pm
  • Updated:July 9, 2019 5:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমরনাথের যাত্রাপথে তীর্থযাত্রীদের সুরক্ষা দিতে মোতায়েন করা হল আইটিবিপি। জম্মু ও কাশ্মীরের অমরনাথের গুহা মন্দিরের যেতে তীর্থযাত্রীদের যাতে কোনও সমস্যায় না পড়তে হয়, সেই কারণেই এই ব্যবস্থা। পাহাড় থেকে নামতে থাকা খরস্রোতা ঝর্ণা ও গড়িয়ে পড়া পাথর থেকে পুণ্যার্থীদের রক্ষা করতে কালিমাতা পয়েন্টের কাছে একটি মানুষের প্রাচীর গঠন করেন তাঁরা। বালতাল থেকে আসা পুণ্যার্থীদের সেখান দিয়ে পার করানো হয়।

এদিকে অতিরিক্ত ভিড় হওয়ার কারণে একদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল অমরনাথ যাত্রা। সোমবার বন্ধ থাকার পর প্রায় ৫ হাজার ৯৬৪ জনের একটি দল মঙ্গলবার রওনা দেয় অমরনাথের উদ্দেশে। প্রায় ১৯০০ যাত্রী পহেলগাঁও রুট দিয়ে রওনা দিয়েছে, ৪ হাজার যাত্রী রওনা দিয়েছে বালতাল থেকে। দুই রুটেই মোতায়েন রয়েছে কাশ্মীর পুলিশ। এছাড়া পুণ্যার্থীদের সাহায্য করতে জায়গায় জায়গায় রয়েছেন বিএসএফ ও সিআরপিএফ জওয়ানরা। চলছে নজরদারিও৷ বাড়ানো হয়েছে চেকিং৷

Advertisement

[ আরও পড়ুন: লোকসভায় ৮টি বিল পেশ সরকারের, নজরদারির অভিযোগে সরব বিরোধীরা  ]

এদিকে অমরনাথ যাত্রা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মেহবুবা মুফতি। তিনি বলেছেন, অমরনাথ যাত্রার ফলে কাশ্মীরিরা সমস্যায় পড়েছেন। তাঁর মতে, অমরনাথের পবিত্র গুহার দিকে এবছর প্রায় ১.৫ লাখ তীর্থযাত্রী যাত্রা শুরু করছেন। কাশ্মীরিদের রোজকার জীবনে এর প্রভাব পড়ছে। পরিস্থিতি ঠিক রাখতে, তিনি রাজ্যপালের হস্তক্ষেপেরও দাবি করেন। প্রসঙ্গত, শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে অমরনাথ যাত্রা চলাকালীন এই বছর সকাল ১০টা থেকে বিকেল ৩.৩০টে পর্যন্ত সিভিলিয়ান ট্র্যাফিক চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। অমরনাথ যাত্রীদের সুরক্ষার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে দিনকয়েক আগেই সন্ত্রাসবাদীদের ভিডিও বার্তায় স্থগিত ছিল অমরনাথ যাত্রা। সন্ত্রাসবাদীরা ভিডিও বার্তার মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছিল যে, হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির তৃতীয় মৃত্যুবার্ষিকীতে বড় ধরনের হামলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই কারণে, সোমবার হিজবুলের ‘পোস্টার বয়’-এর মৃত্যুদিনে জম্মু-কাশ্মীরজুড়ে কড়া সতর্কতা জারি করা হয়। বাড়ানো হয় নিরাপত্তারক্ষীদের সংখ্যাও। কড়া নজরদারির ব্যবস্থাও করা হয়েছিল। কেউ যাতে গুজব ছড়িয়ে হিংসার ঘটনা না ঘটাতে পারে, সেজন্য দক্ষিণ কাশ্মীরের চারটি এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। তবে স্বস্তির বিষয় এদিন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

[ আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে ফাঁদ পেতেছে ISI, আধিকারিকদের সতর্ক করল সেনা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement