Advertisement
Advertisement
Amit Shah

‘ইতালীয় বংশোদ্ভূতরা বুঝবে না মোদি কী করেছে’, মধ্যপ্রদেশ থেকে তোপ শাহর

মোদির উন্নয়ন টের পাচ্ছে আমজনতা, দাবি শাহর।

Italian Origin Won't Understand Work Done By PM Modi: Amit Shah | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 28, 2023 9:27 pm
  • Updated:October 28, 2023 9:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট আসতেই ফের বিদেশি তাস বিজেপির (BJP)। অতীতে সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) এই অস্ত্রে বারবার বিদ্ধ করেছে গেরুয়া শিবির। এবার ভোটমুখী মধ্যপ্রদেশে (Madhya Pradesh) রাহুল গান্ধী (Rahul Gandhi) ও প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর কথায়, নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের উন্নয়ন বোঝার ক্ষমতা নেই ইতালীয় বংশোদ্ভূতদের।

শনিবার মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় দলীয় প্রচারে অংশ নেন শাহ। সভায় নিজের ভাষণে দাবি করেন, ভারতের আমজনতা স্পষ্টভাবে উন্নয়ন টের পাচ্ছেন। বিভিন্ন অর্জনের মধ্যে রয়েছে রাম মন্দির নির্মাণ, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল। এর পরেই কংগ্রেস তোপ দাগেন, গোটা বিশ্ব যখন ভারতের অগ্রগতির প্রশংসা করছে, তখন কংগ্রেস দেশের ইতিবাচকতা দেখতে পাচ্ছে না।

Advertisement

[আরও পড়ুন: ১৬০০ কোটি তছরুপের অভিযোগ, ইডির জালে অশোকা বিশ্ববিদ্যালয়ের দুই প্রতিষ্ঠাতা]

শাহ বলেন, “ভাই এবং বোন (রাহুল এবং প্রিয়াঙ্কা) ভোটমুখী রাজ্যগুলোতে ঘুরে প্রশ্ন তুলছে, কোন কাজটা হয়েছে। ওঁরা উন্নয়ন বুঝতে পারবেন না, যেহেতু ইতালীয় বংশোদ্ভূত। যারা ভারতীয় তাঁরা বুঝতে পারছেন কতখানি উন্নয়ন হয়েছে।” মধ্যপ্রদেশে ভোট চাইতে গিয়ে মোদিকে রামমন্দির নির্মাণের কৃতিত্ব দিতে ভোলেননি বিজেপি নেতা। বলেন, “রাহুল বাবা অভিযোগ করতেন, বিজেপি কেবল অযোধ্যার মন্দির নিয়ে কথাই বলে, দিনক্ষণ জানায় না। এখন দেখুন, মোদিজি কেবল রাম মন্দির নির্মাণ করেননি, মন্দির প্রতিষ্ঠার দিনও ঘোষণা করেছেন। আশীর্বাদ পেতে আপনারা সেখানে যেতে পারেন।”

[আরও পড়ুন: কেন্দ্রে ক্ষমতায় এলে দু ঘণ্টার মধ্যে জাতিগত জনগণনা! বড় ঘোষণা রাহুলের]

ছিন্দওয়াড়ায় নিজের বক্তব্যে রামমন্দির নির্মাণের পাশাপাশি কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল, তিন তালাক রদ, সার্জিক্যাল স্ট্রাইক, চন্দ্রযান অভিযান, মহিলা সংরক্ষণ বিলের কৃতিত্ব দেন মোদিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement