Advertisement
Advertisement

Breaking News

Dhankhar

‘আর এক মুহূর্ত দেরি করা উচিত নয়’, এবার অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল উপরাষ্ট্রপতির

বিজেপির সুর উপরাষ্ট্রপতির মুখে, বলছে বিরোধীরা।

It is time to implement UCC, says Vice President Dhankhar | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 4, 2023 9:38 pm
  • Updated:July 4, 2023 9:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে এবার বিজেপির সুর উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের মুখে। তিনি বলছেন, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে আর এক মুহূর্ত দেরি করা উচিত নয়। সংবিধান প্রণেতারাই চেয়েছিলেন অভিন্ন দেওয়ানি বিধি চালু হোক।

গুয়াহাটির এক সমাবেশে অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে জোরাল সওয়াল করে জগদীপ ধনকড় বলছেন,”আমাদের সংবিধান প্রণেতা তথা দেশের প্রতিষ্ঠাতারাই চেয়েছিলেন UCC। এটার সময় এসে গিয়েছে। আর এক মুহূর্ত বিলম্ব করা উচিত নয়।” ধনকড় বলছেন, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কিছু মানুষের প্রতিক্রিয়া দেখে তিনি স্তম্ভিত। উপমুখ্যমন্ত্রীর বক্তব্য, “রাজনীতি রাজনীতির জায়গায়। কিন্তু রাজনীতির জন্য দেশকে ঐক্যবদ্ধ দেওয়ার কাজে বাধা হওয়া উচিত নয়।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপে এই স্পিনারকে দলে চাইছেন সৌরভ, কার কথা বলছেন দেশের প্রাক্তন অধিনায়ক?]

উল্লেখ্য সংসদের বাদল অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি বিল আনতে চায় কেন্দ্র। বিরোধীরা ইতিমধ্যেই তেড়েফুঁড়ে কেন্দ্রের উদ্যোগের বিরোধিতা করছেন। তবে সব বিরোধিতা উড়িয়ে UCC যে আসবেই, সেটাও একপ্রকার নিশ্চিত। বিজেপির (BJP) বক্তব্য, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে। লিঙ্গবৈষম্য দূর হবে। মহিলারা শক্তিশালী হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর ফলে সংবিধানের (Constitution of India) মূল ভাবধারা বজায় থাকবে। সেই একই সুর শোনা গেল ধনকড়ের গলাতেও।

[আরও পড়ুন: মহারাষ্ট্রের পর বিহার! আড়াআড়ি ভাঙতে পারে নীতীশ কুমারের দল, বিস্ফোরক দাবি সুশীল মোদির]

জগদীপ ধনকড়, তিনি উপরাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদে রয়েছেন। একই সঙ্গে রাজ্যসভার চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদ সামলান তিনি। এ হেন পদে থেকে তিনি সরাসরি কোনও একটি রাজনৈতিক দলের এজেন্ডার পক্ষে সওয়াল করছেন কীভাবে? প্রশ্ন তুলছেন বিরোধীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement