সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর টেক সামিটের ভারচুয়াল মঞ্চ থেকেও ‘ভোকাল ফর লোকালের’ ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ভারতের স্থানীয় বা লোকাল প্রযুক্তিকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, “ভারতে বিশ্বের শ্রেষ্ঠ মেধা ও বৃহত্তম বাজার রয়েছে। এবার ভারতের প্রযুক্তিকে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠা করার সময় এসেছে।”
বেঙ্গালুরুতে (Bengaluru) তিনদিনের জন্য আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন শুরু হয়েছে। প্রথমদিনই সেখানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের প্রান্তিক মানুষের উন্নতিতে প্রযুক্তির ভূমিকার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে ভারতের তথ্য-প্রযুক্তি (Technology) ব্যবসাকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ারও পক্ষেও উৎসাহ দেন তিনি।
Addressing the Bengaluru Tech Summit. https://t.co/OJ84I7DP1W
— Narendra Modi (@narendramodi) November 19, 2020
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা, “ভারত তথ্যপ্রযুক্তির যুগে দাঁড়িয়ে আছে। বিশ্বের শ্রেষ্ঠ মেধা রয়েছে দেশে। বৃহত্তম বাজারও রয়েছে। ভারতে তৈরি প্রযুক্তির বিশ্ব বাজারে স্থান করে নেওয়ার ক্ষমতা রয়েছে। এটাই সেই কাজ করার আদর্শ সময়। ভারতে তৈরি হওয়া প্রযুক্তি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার সময় এসে গিয়েছে।” এর পাশাপাশি গোটা দেশের অগ্রগতিতে প্রযুক্তি কীভাবে সাহায্য করছে তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
India is uniquely positioned to leap ahead in the information era. We have the best minds as well as the biggest market. Our local tech solutions have the potential to go global. It is time for tech-solutions that are Designed in India but Deployed for the World: PM Narendra Modi pic.twitter.com/MPWutvTV3O
— ANI (@ANI) November 19, 2020
এদিন মোদি বলেন, “পাঁচ বছর আগে ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি শুরু করেছিল ভারত সরকার। এটা এখন আর কোনও সরকার পরিচালিত কর্মসূচি নয়। বরং এটা জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে।” মহামারী আবহে প্রযুক্তি প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি বোঝা গিয়েছে বলে মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, একমাত্র প্রযুক্তির সহায়তায় দেশের প্রান্তিক মানুষের কাছে সরকারি সাহায্য পৌঁছনো সম্ভব হয়েছে। লকডাউনে বহু মনুষ কাজের জায়গায় পৌঁছতে পারেনি। একমাত্র এই প্রযুক্তির সাহায্যেই তাঁরা কাজ চালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাই ভারতীয় প্রযুক্তিতে এবার আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.