Advertisement
Advertisement

সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত, চাকরি যেতে পারে সরকারি কর্মীদের

পাঠানো হল সার্কুলার৷

It is mandatory to present in Republic day program, or else J&K Govt. will take strong action against Govt. employees
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 13, 2017 10:37 am
  • Updated:January 13, 2017 10:37 am  

সংবাদ প্রতিদনি ডিজিটাল ডেস্ক: সাধারণতন্ত্র দিবসের সরকারি অনুষ্ঠানের দিন সরকারি চাকুরেদের উপস্থিত থাকতে হবে৷ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিষ্ঠান এবং দেশের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করতে হবে৷ তা না করলে চাকরি খোয়ানোর সম্ভাবনা রয়েছে৷ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ না দিলে সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার অফিসার ও কর্মীদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিল জম্মু ও কাশ্মীর সরকার। রাজ্যের অতিরিক্ত সচিব এক সার্কুলারের মাধ্যমে এই ঘোষণা করেছেন৷

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের শীতকালীন রাজধানী জম্মুতে প্রজাতন্ত্র দিবস সরকারিভাবে উদযাপন করা হয়৷ জম্মুর মৌলানা আজাদ স্টেডিয়ামে এই অনুষ্ঠান হয়৷ সার্কুলারে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে সরকারি কর্তব্য হিসেবে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, অনুষ্ঠানে গরহাজির থাকলে তা কর্তব্যচ্যূতি ও সরকারি নির্দেশের অবমাননা বলে গন্য করা হবে এবং শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

জানা গিয়েছে, ২৬ জানুয়ারি জম্মুর মৌলানা আজাদ স্টেডিয়ামে সাধারণতন্ত্র দিবস উদযাপন করা হবে৷ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল এন এন ভোরা। সরকারি সার্কুলারে রাজ্যের সমস্ত সরকারি বিভাগের প্রধান ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির প্রধান আধিকারিকদের নিজস্ব যোগদান ছাড়াও অধীনস্ত কর্মীদের যোগদান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement