সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর থেকে ১০ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত দেশজুড়ে ১১০০ বারেরও বেশি অভিযান চালিয়ে আয়কর বিভাগ ৫৪০০ কোটি টাকারও বেশি কালো টাকা চিহ্নিত ও উদ্ধার করেছে৷ লোকসভায় এই কথা জানালেন অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সন্তোষ কুমার গাংওয়ার৷
তিনি জানিয়েছেন, কালো টাকার উৎসের সন্ধানে গত বছরের ৯ নভেম্বর থেকে অন্তত ৫১০০টি নোটিস পাঠিয়েছে আয়কর বিভাগ৷ অভিযান চালিয়ে ৬১০ কোটি টাকার সম্পত্তি আটক করা হয়েছে যার মধ্যে নগদ রয়েছে ৫১৩ কোটি টাকা৷ বাকি মিলেছে সোনা ও রুপোর গহনায়৷ নতুন নোটে উদ্ধার হয়েছে ১১০ কোটি টাকা৷ এখনও পর্যন্ত মোট ৫৪০০ কোটি টাকার কালো টাকা চিহ্নিত করা সম্ভব হয়েছে৷ তদন্ত ও উদ্ধার অভিযান জারি রয়েছে৷ এই তথ্য ইতিমধ্যেই সিবিআই ও ইডি-কেও জানিয়েছে আয়কর বিভাগ৷
গাংওয়ার আরও জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়া জারি রয়েছে৷ ‘অপারেশন ক্লিন মানি’ শুধু কালো টাকা উদ্ধারেই নয়, বড় অঙ্কের অবৈধ লেনদেন, কালো টাকার মালিকদের তথ্য সংগ্রহ ও তথ্য বিশ্লেষণ করা হচ্ছে যাতে ভবিষ্যতেও তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা যায়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.