সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল লাক্স ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে। লাক্সের শীর্ষ দপ্তর কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে সংস্থার বিভিন্ন অফিসে তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তর। সংস্থার শীর্ষ আধিকারিকদের বাড়িতেও তল্লাশি চালানোর কথা জানা যাচ্ছে। ২০০ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। যার ধাক্কায় ৩ শতাংশ শেয়ার পড়ল লাক্সের।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার লাক্সের সদর দপ্তরে হানা দেয় আয়কর দপ্তর। এছাড়াও দেশের বিভিন্ন শহরে সংস্থার নানা অফিসে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি সংস্থার শীর্ষ আধিকারিকদের বাড়ি ও অফিসেও চলছে তল্লাশি।
Income Tax Department is conducting raids on Lux Industries over allegations of tax evasion of more than Rs 200 crores. Search is underway in multiple cities at premises linked to the company including Kolkata. Offices and residences of top officials are covered in the raids:…
— ANI (@ANI) September 22, 2023
সংস্থার তরফে এই তল্লাশির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে সংস্থার তরফে জানানো হচ্ছে, তারা পূর্ণ সহযোগিতা করছে। এর ধাক্কায় রাতারাতি ৩ শতাংশ শেয়ার পড়ে গিয়েছে লাক্সের। সংস্থার মোট লাভ ৫৭ শতাংশ কমে ৪৪ কোটিতে পৌঁছেছে ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের হিসেবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.