Advertisement
Advertisement

মহাকাশে পাড়ি দিল ইসরোর ‘দুষ্টু ছেলে’

নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর যাত্রা শুরু৷

Isro's desi cryo engine–powered GSLV-F05 places INSAT-3DR weather satellite in orbit
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 8, 2016 7:47 pm
  • Updated:September 8, 2016 7:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তার মতিগতি বোঝা এক আস্ত ধাঁধা৷ তাই তার আরেক নাম ‘দুষ্টু ছেলে’৷ এবার সেই দুষ্টুমিমাখা কাণ্ড-কারখানা নিয়ে সে পাড়ি দিচ্ছে মহাকাশে৷ কার কথা বলা হচ্ছে তা জানতে খুব ইচ্ছা করছে নিশ্চয়ই৷ কোনও মানুষ নয়, বরং এ এক উপগ্রহ৷

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টে ১০ মিনিটে পাড়ি দেওয়ার কথা ছিল ইনস্যাট-৩ডিআর উপগ্রহের৷ কিন্তু ওই যে ছেলের ‘দুষ্টুমি’! একবার নয়, একাধিকবার ‘হোঁচট’ খেয়ে প্রায় ৪০ মিনিট দেরিতে জিএসএলভি-এফ০৫ রকেটে চেপে মহাকাশে পাড়ি দিল দেশের তৃতীয় আবহাওয়া নির্ণায়ক উপগ্রহ৷ উপগ্রহটির মতিগতি বুঝতে রীতিমতো হিমশিম খেয়েছেন ইসরোর বৈজ্ঞানিকরারা৷ তাই আদর করে তাঁরা নয়া উপগ্রহটির নাম দিয়েছেন ‘দুষ্টু ছেলে’৷

Advertisement

দেশীয় ক্রায়োজেনিক ইঞ্জিনে সমৃদ্ধ জিএসএলভি-তে চেপে অত্যাধুনিক এই উপগ্রহটি শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণের পর সাফল্যের সঙ্গে কক্ষপথে স্থাপিত হয়৷ বৈজ্ঞানিকরা জানাচ্ছেন, ২২১১ কিলোগ্রাম ওজনের এই উপগ্রহটি প্রাকৃতিক বিপর্যয়ের আগে ইসরো-কে সতর্ক করে দেবে৷ খবর পৌঁছে যাবে সেনাবাহিনীর কাছেও৷ ধেয়ে আসা সাইক্লোন বা ঘূর্ণিঝড় দানা বাঁধার নিখুঁত হিসাব কষে পূর্বাভাস পাঠাবে ইনস্যাট-৩ডিআর। ওই পূর্বাভাসের উপর নির্ভর করেই বিপর্যয় মোকাবিলায় পদক্ষেপ করা হবে। সামুদ্রিক পরিস্থিতির পূর্বাভাস দেওয়ার কাজে নয়া উপগ্রহ জরুরি ভূমিকা পালন করবে বলে আশা বৈজ্ঞানিকদের৷ সমুদ্রে আবহাওয়া কেন্দ্রের বিকল্প হিসাবে কাজ করবে ইসরোর ‘দুষ্টু ছেলে’৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement