Advertisement
Advertisement

নয়া রিমোট সেন্সিং উপগ্রহ মহাকাশে পাঠাল ইসরো

ইসরোর এই নতুন সাফল্যকে শুভেচ্ছা জানান LIKE-SHARE-COMMENT করে৷

ISRO Successfully Launches RESOURCESAT-2A
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 7, 2016 2:21 pm
  • Updated:December 7, 2016 2:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক মাইলস্টোন পেরিয়ে চলেছে ইসরো৷ বুধবার সাফল্যের এই মুকুটে জুড়ল নতুন পালক৷ অত্যাধুনিক RESOURCESAT-2A উপগ্রহ নিয়ে সফলভাবে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিল PSLV-C36৷

বুধবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারের ফার্স্ট লঞ্চপ্যাড থেকে এই সফল উৎক্ষেপন হয়৷ ১,২৩৫ কিলোগ্রামের রিমোট সেন্সিং উপগ্রহ RESOURCESAT-2A নিয়ে সকাল ১০.২৫ মিনিটের মহাকাশের দিকে রওনা দেয় PSLV৷ মাত্র ২০ মিনিটের মধ্যেই পৃথিবীর কক্ষপথে পৌঁছে যাবে এই উপগ্রহ৷ পাঁচ বছর ধরে পৃথিবীর চারপাশে ঘুরে গুরুত্বপূর্ণ ছবি ও তথ্য সরবরাহ করবে ভারতকে৷ নতুন প্রযুক্তির সাহায্যে মহাকাশ থেকে পৃথিবীর আরও স্পষ্ট ছবি পাওয়া যাবে বলে অভিমত গবেষকদের৷

Advertisement

২০১১ ও ২০১৩ সালে যথাক্রমে RESOURCESAT-1 ও RESOURCESAT-2 মহাকাশে ছাড়া হয়েছিল৷ এদেরই পরবর্তী সংস্করণ এই সাম্প্রতিকতম উপগ্রহটি৷

isro-759-pslv

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement