Advertisement
Advertisement

Breaking News

ISRO scientist

তাঁর কণ্ঠেই চন্দ্রযানের সফল অবতরণের সাক্ষী ছিল ভারত, প্রয়াত ইসরোর সেই বিজ্ঞানী

চন্দ্রযান ৩ এর ল্যান্ডিংটাই তাঁর জীবনের শেষ কাজ।

ISRO scientist died who gave voiceover to landing of Chandrayaan 3 | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:September 4, 2023 9:55 am
  • Updated:September 4, 2023 9:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৩ আগস্ট সন্ধেবেলায় তাঁর গলা শুনেই দেশবাসীর হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। চাঁদের দিকে একটু একটু করে এগোচ্ছিল চন্দ্রযান (Chandrayaan 3), তার খুঁটিনাটি বর্ণনা দিচ্ছিলেন তিনি। সহকর্মী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী- চন্দ্রযান নিয়ে সকলেই টেনশনে ভুগছিলেন। কিন্তু তিনি দৃপ্ত কণ্ঠে জানাচ্ছিলেন, সব ঠিক আছে। আর কিছুক্ষণ পরেই নেমে পড়বে চন্দ্রযান। তবে সফল অবতরণের পরেই থেমে গেল সেই কণ্ঠস্বর। প্রয়াত হলেন ইসরোর (ISRO) সেই বিজ্ঞানী।

এন ভালারমাথি নামে এই বিজ্ঞানী ইসরোর বেশ কয়েকটি অভিযানে ভয়েসওভার দিয়েছেন। শনিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। ভালারমাথির সহকর্মীরাই তাঁর মৃত্যুর খবর প্রকাশ করেন। ইসরোর প্রাক্তন ডিরেক্টর ভেঙ্কিটাকৃষ্ণণ জানান, “ইসরোর আগামী অভিযানগুলির নেপথ্যে ভালারমাথির গলা আর শোনা যাবে না। চন্দ্রযান ৩এর অভিযানই তাঁর শেষ কাজ ছিল। তাঁর আকস্মিক প্রয়াণে আমরা শোকাহত।” 

Advertisement

[আরও পড়ুন: সংসদের বিশেষ অধিবেশনে কী রণকৌশল? তড়িঘড়ি INDIA জোটের বৈঠক ডাকলেন খাড়গে]

বিজ্ঞানীর মৃত্যুর খবর পেয়েই শোক প্রকাশ করেন তাঁর সহকর্মীদের অনেকে। একজন এক্স প্ল্যাটফর্মে লেখেন, “জয় হিন্দ। তাঁর কাউন্টডাউনের সময়েই ইতিহাস গড়েছে ভারত। সারা দুনিয়া তাঁকে মনে রাখবে।” অনুমান করা যাচ্ছে, চন্দ্রযান ৩ ল্যান্ড করার পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন ভালারমাথি। সেই জন্যই আদিত্য এল১ উৎক্ষেপণের সময়ে তাঁকে দেখা যায়নি। ইসরোর সূর্য অভিযানের দিনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজ্ঞানী ভালারমাথি।

[আরও পড়ুন: করা যাবে না প্রশ্ন, নেই জিরো আওয়ারও! সংসদের বিশেষ অধিবেশনে বাধাবিঘ্ন চাইছে না কেন্দ্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement