Advertisement
Advertisement
ISRO

চন্দ্রযানের পর নয়া সাফল্য ইসরোর! ৭ স্যাটেলাইট নিয়ে পাড়ি রকেটের

গত ১৪ জুনই চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণ করেছিল ইসরো।

ISRO PSLV-C56 mission launches with 7 foreign satellites। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 30, 2023 10:53 am
  • Updated:July 30, 2023 12:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া সাফল্যের পালক ইসরোর (ISRO) মুকুটে। চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণের পর এবার সিঙ্গাপুরের ৭টি স্যাটেলাইট (Satellite) উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র। রবিবাসরীয় সকাল সাড়ে ৬টায় তামিলনাড়ুর (Tamil Nadu) শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে PSLV-C56 উৎক্ষিপ্ত হয়েছে।

সেই রকেটে ৭টি স্যাটেলাইট রয়েছে। এটা ইসরোর ৪৩১তম বিদেশি স্যাটেলাইট উৎক্ষেপণ। এই উৎক্ষেপণের প্রধান স্যাটেলাইট DS-SAR। এছাড়াও রয়েছে আরও ৬টি স্যাটেলাইট। সেগুলি মাইক্রো বা ন্যানো স্যাটেলাইট।

Advertisement

[আরও পড়ুন: নেট-সেটে উত্তীর্ণ লোধা শবর সম্প্রদায়ের যুবক, অধ্যাপক নয়, ছেলে প্রাথমিক শিক্ষক হোক, চান বাবা]

গত ১৪ জুনই চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণ করেছিল ইসরো। বছর চার আগের ব্যর্থতা ঝেড়ে ফেলে চন্দ্রাভিযানে সাফল্যের মুখ দেখতে উন্মুখ ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র। ২০১৯ সালে চন্দ্রযান-২ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। কিন্তু তারপর চাঁদে অবতরণের সময় ল্যান্ডার ‘বিক্রম’ বিচ্ছিন্ন হয়ে আচমকা ভেঙে পড়েছিল। তবে এবার তা হওয়ার আশঙ্কা নেই। ইসরোর দাবি, আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তাই সফলভাবেই সে চাঁদের দক্ষিণ প্রান্তে ‘সফট ল্যান্ডিং’ (Soft landing) করতে পারবে। আগস্ট মাসেই তা চাঁদে অবতরণ করার কথা। এরপরই এবার একসঙ্গে ৭টি স্যাটেলাইট মহাকাশে পাঠাল ভারত।

[আরও পড়ুন: হস্টেলের ছাদ থেকে পড়ে প্রাণহানি! বিহারের কলেজে পড়তে গিয়ে বাংলার যুবকের রহস্যমৃত্যু]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement