Advertisement
Advertisement

এবার ৬৮টি উপগ্রহ মহাকাশে পাঠিয়ে রেকর্ড গড়ার লক্ষ্যে ইসরো

একসঙ্গে ৬৮টি উপগ্রহ মহাকাশে পাঠাতে চলেছে ইসরো৷

ISRO planning to launch record 68 satellites in one mission by next year
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 31, 2016 5:39 pm
  • Updated:August 31, 2016 5:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসঙ্গে ৬৮টি উপগ্রহ মহাকাশে পাঠাতে চলেছে ইসরো৷ বুধবার, অ্যানট্রিকস সিএমডি রাকেশ শশীভূষণ বলেছেন, “ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আগামী বছর একসঙ্গে ৬৮টি উপগ্রহ একসঙ্গে মহাকাশে পাঠানোর পরিকল্পনা করেছে৷ গোটা বিষয়টি এখনও বিবেচনাধীন৷ তবে এই পরিকল্পনাই করেছে সংস্থা৷”

অ্যানট্রিকস হল ইসরোর কমার্শিয়াল আর্ম৷ জানা গিয়েছে, যদি সবকিছু পরিকল্পনামাফিক চলে তবে আগামী ছয়-সাত মাসের মধ্যেই এই পরিকল্পনা সফল করা হবে৷ এক্ষেত্রে যে স্যাটেলাইটগুলি ব্যবহার করা হবে, সেগুলি ন্যানো আকৃতির হবে এবং অন্যান্য দেশের উপগ্রহগুলির তুলনায় হবে অনেকটাই ছোট৷

Advertisement

প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে একটি বিশেষ মিশনে একসঙ্গে ২২ টি স্যাটেলাইট পাঠানো হয়েছিল সংস্থার তরফে৷ সেই সময়ই একটি নয়া রেকর্ড গড়েছিল এই সংস্থা৷ ইসরোর ‘ওয়ার্কহর্স পোলার রকেট PSLV C34’ থেকেই উৎক্ষেপণ করা হয় এই কৃত্রিম উপগ্রহগুলিকে৷ এছাড়াও, ২০০৮ সালে একটি মিশনে ইসরোর তরফে মোট দশটি স্যাটেলাইটকে একসঙ্গে মহাকাশে পাঠানো হয়েছিল৷

মহাকাশবিদ্যায় ভারতের অগ্রগতিতে একের পর এক সাফল্যে পৌঁছেছে ইসরো৷ এই নতুন রেকর্ড গড়ার পরিকল্পনা নিঃসন্দেহে সেই অগ্রগতিতে একটি মাইলফলক হয়ে থাকবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement