Advertisement
Advertisement

বায়ুসেনার শক্তিবৃদ্ধিতে মহাকাশে ‘অ্যাংরি বার্ড’ পাঠাল ISRO

কী এই 'অ্যাংরি বার্ড'৷

ISRO Launches GSAT-7 Military Communications Satellite
Published by: Tanujit Das
  • Posted:December 19, 2018 6:38 pm
  • Updated:August 3, 2019 7:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বায়ুসেনার শক্তিবৃদ্ধিতে এবার মহাকাশে নয়া উপগ্রহ পাঠাল ইসরো৷ বুধবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হল জিস্যাট ৭এ উপগ্রহটিকে৷ যার নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়ান অ্যাংরি বার্ড’৷ ডিএসএলভি-এস১১ মহাকাশ যানে করে সেটিকে মহাকাশে পাঠান হল৷ উপগ্রহটির ওজন মাত্র ২,২৫০ কিলোগ্রাম৷ এর একমাত্র কাজ হবে, বায়ুসেনার বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলিকে সক্রিয়া রাখা এবং সেগুলিকে সঠিক ভাবে কাজ করানো৷

[সেনশাসে নাম না থাকলেও মিলবে গ্যাসের কানেকশন, সিদ্ধান্ত কেন্দ্রের]

Advertisement

ইসরো সূত্রে খবর, বিভিন্ন স্থানে বায়ুসেনার যে রাডারগুলি রয়েছে সেগুলিকে আরও সক্রিয় করে তুলতে সাহায্য করবে এই উপগ্রহটি৷ যার ফলে সূক্ষ থেকে অতিসূক্ষ সিগন্যাল গ্রহণ করতে সক্ষম হবে রাডারগুলি৷ মূলত কেইউ ব্যান্ডের দ্বারাই কাজ করে বায়ুসেনার যোগাযোগ মাধ্যমগুলি৷ এই কেইউ ব্যান্ডকেই অতিমাত্রায় সক্রিয় করে তুলবে নয়া উপগ্রহটি৷ উপগ্রহটি তৈরিতে খরচ পড়েছে প্রায় ৮০০ কোটি টাকা। এতে রয়েছে চারটি সোলার প্যানেল৷ যাতে উৎপন্ন হবে ৩.৩ কিলোওয়াট বিদ্যুত্‍৷

[ব্যাংক অ্যাকাউন্ট বা সিমকার্ডের জন্য আধার চাইলে জরিমানা ১ কোটি টাকা]

বর্তমানে ভারতীয় সেনার জন্য মহাকাশে কাজ করছে ১৩টি সামরিক উপগ্রহ৷ এবার যোগ হচ্ছে জিস্যাট-৭এ উপগ্রহটি৷ সূত্রের খবর, কেবল রাডার স্টেশনগুলি নয়, একই সঙ্গে ভারতীয় বায়ুসেনার ড্রোন নজরদারিকেও শক্তিশালী করবে জিস্যাট-৭এ নামের উপগ্রহটি৷ এর সাহায্যে একদিকে যেমন ড্রোনগুলির নজরদারি সীমার পরিধি বাড়বে৷ তেমনই আরও বাড়বে ড্রোন নজরদারির তীক্ষতা৷ সূত্রের খবর, সেনার শক্তি বৃদ্ধিতে আরও ছয় থেকে সাতটি এমন শক্তিশালী সামরিক উপগ্রহ নির্মাণের কথা ভাবছে ইসরো৷ আগামী কয়েক বছরের মধ্যেই সেগুলিকে পাঠানো হবে মহাকাশে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement