Advertisement
Advertisement

মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলে দিয়েছে ইসরো: মোদি

'মন কি বাত' অনুষ্ঠানে মন ভরে দেশের গবেষকদের প্রশংসা করলেন মোদি।

'ISRO Launch A World Record In Space Arena', says Modi on Mann Ki Baat
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 26, 2017 9:57 am
  • Updated:February 26, 2017 9:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশ গবেষণার ক্ষেত্রে ইসরোর সফল উপগ্রহ উৎক্ষেপণ এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। এমনটাই মনে করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে ইসরোর একসঙ্গে ১০৪টি উপগহের সফল উৎক্ষেপণের প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে এই কাজে যুক্ত থাকা গবেষকদের প্রশংসা করে তিনি বলেন, “এই গোটা বিষয়টি নিজেদের উদ্যোগে সফল করেছেন দেশের তরুণ বিজ্ঞানীরা।” আরও বলেন, “একসঙ্গে ১০৪টি উপগ্রহের সফল উৎক্ষেপণ করে পৃথিবীতে বিশ্ব রেকর্ড গড়েছে ভারত।” আর এই রেকর্ড গড়ায় তরুণ বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করে বলেন, দেশের যুব সমাজ বিজ্ঞানচর্চায় আগ্রহ দেখাচ্ছেন। গবেষণায় এগিয়ে আসছেন। আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের বিজ্ঞান নিয়ে লেখাপড়া করে গবেষণার কাজে নিযুক্ত হওয়া উচিত।

Advertisement

(পুলিশের জালে আমেরিকান সেন্টার হামলার চক্রী)

এর পাশাপাশি ইসরোর মঙ্গল অভিযান এবং ব্যালিস্টিক ইন্টারসেপ্টর মিসাইল লঞ্চের সাফল্যের কথাও উল্লেখ করেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement