Advertisement
Advertisement

প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঠেকাতে এবার আসরে ইসরো

এবার পাহারা দেবে ইসরো

ISRO develops chips to alert users at unmanned crossings
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 25, 2017 2:33 pm
  • Updated:June 25, 2017 3:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :  প্রহরীবিহীন লেভেল ক্রসিং-এ এবার পাহারা দেবে ইসরো। এই ধরনের লেভেল ক্রসিং-এর সংখ্যা গোটা দেশে নয় হাজারেরও বেশি। আর সেই ক্রসিংগুলিতে দুর্ঘটনার সংখ্যাও কম নয়। প্রতি বছর শতাধিক মানুষের মৃত্যু হয় এই কারণে। সেই সমস্যা মেটাতে এবার আসরে নামল ইসরো। উপগ্রহ ও মাইক্রো চিপের মাধ্যমেই পাহারার বন্দোবস্ত ইসরোর।

rail1

Advertisement

ইসরো সম্প্রতি যে চিপ তৈরি করেছে তা সংযুক্ত থাকবে কৃত্রিম উপগ্রহের সঙ্গে। এটিই সতর্ক করবে পথচারীদের,যাঁরা লেভেল ক্রসিং ব্যবহার করছেন। ট্রেন আসার তথ্য বা ট্রেনের গতিবিধি সম্পর্কে তথ্য দেবে এই মাইক্রো চিপ। ফলে সতর্ক হয়ে যাওয়ার সুযোগ পাবেন পথচারীরা। দুর্ঘটনার প্রবণতাও কমবে। ইতিমধ্যেই প্রাথমিক স্তরে পরীক্ষানিরীক্ষাও শুরু করেছে ইসরো। যার ফলস্বরূপ, গুয়াহাটি রাজধানী এক্সপ্রেসে এই চিপ লাগানোর ব্যবস্থা করা হয়েছে। যে রুট দিয়ে এই ট্রেন যাবে, সেখানে প্রহরীবিহীন লেভেল ক্রসিং এলেই বেজে উঠবে সাইরেন। মূলত ট্রেনের ইঞ্জিনে এই চিপ লাগানোর ব্যবস্থা করা হয়েছে।

[OMG! হোমওয়ার্কে সুইসাইড নোট লিখতে দেওয়া হল পড়ুয়াদের!]

গুয়াহাটি থেকে মুম্বই রাজধানী এক্সপ্রেসের রুটে কুড়িটি প্রহরীবিহীন লেভেল ক্রসিং পড়ে।  সেখানে সর্বপ্রথম এই পদ্ধতি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরীক্ষা সফল হলে পরবর্তীতে অন্যান্য ট্রেনেও এই পদ্ধতির ব্যবহার শুরু হবে বলে জানা যাচ্ছে।

[লকার থেকে মূল্যবান সামগ্রী হারানোর দায় নেবে না ব্যাঙ্ক]

লেভেল ক্রসিং-এর পাঁচশো মিটার দূরে ট্রেন এলেই, এই চিপ কাজ শুরু করবে। শুরু হবে সাইরেন বাজা। এতে পথচারীরা যেমন সতর্ক হবেন, তেমনই সতর্ক হবেন ট্রেনের চালকরাও। লেভেল ক্রসিং যত কাছে এগিয়ে আসবে, সাইরেন তত জোরে বাজতে থাকবে ট্রেন চলে যাওয়ার পর, এটি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement