Advertisement
Advertisement

Breaking News

বায়ুসেনা

বায়ুসেনার নিখোঁজ বিমান ঘিরে ঘনীভূত রহস্য, সাহায্যে এগিয়ে এল ইসরো

বিমানটির খোঁজে নেমেছে নৌসেনার পি৮আই বিমান৷

Isro deploys satellites for search operation for missing An-32
Published by: Tanujit Das
  • Posted:June 4, 2019 5:43 pm
  • Updated:June 4, 2019 5:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টারও বেশি সময় অতিক্রান্ত৷ কিন্তু এখনও খোঁজ মেলেনি ভারতীয় বায়ুসেনার পণ্যবাহী বিমান এন-৩২র৷ সোমবারই বিমানটির খোঁজে নামে ভারতীয় সেনা ও বায়ুসেনা৷ কিন্তু তারপরেও এই আন্তনভ বিমানটির কোনও খোঁজ না মেলায়, এবার স্যাটেলাইটের সাহায্য নিতে শুরু করেছেন সেনা আধিকারিকরা৷ পাশাপাশি, একাজ শুরু করেছে ভারতীয় নৌসেনা৷ নিখোঁজ বিমানটির উদ্ধারকার্যে নেমেছে নৌসেনার পি৮আই বিমান৷

[ আরও পড়ুন: হারের জেরে বিধ্বস্ত মহাজোট, উপনির্বাচনে আলাদা লড়বে সপা-বসপা! ]

Advertisement

সোমবার দুপুরে আন্তনভ বিমানটি নিখোঁজে হওয়ার খবর আসতেই, বায়ুসেনার যুদ্ধবিমান সুখোই-৩০ ও সি-১৩৯ হারকিউলিসকে মোতায়েন করা হয়৷ এরপর তাদের সঙ্গে যোগ দেয় ভারতীয় সেনা৷ কিন্তু ২৪ ঘণ্টারও বেশি সময় অতিক্রম হয়ে যাওয়ায়, এবার স্যাটেলাইট ও নৌসেনাকে খোঁজার কাজে নামানো হয়েছে বলে সূত্রের খবর৷ জানা গিয়েছে, ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর বিশেষজ্ঞরা৷ তবে উত্তর-পূর্ব ভারতের আকাশ মেঘলা থাকায় উপগ্রহের চিত্রগ্রহণে কিছুটা অসুবিধা হচ্ছে বলে ইসরো সূত্রে খবর৷ একই ভাবে কাজে শুরু করেছে নৌসেনার পি৮আই বিমান৷ মঙ্গলবার দুপুরেই তামিলনাড়ুর আরাকোনাম নৌসেনা ঘাঁটি থেকে দেয় বিমানটি৷ নিখোঁজ বিমানটির উদ্ধারকার্যে সরকার ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ পাশাপাশি বিমানে সওয়ার ১৩ যাত্রীর জন্য প্রার্থনা করেছেন তিনি৷

[ আরও পড়ুন: ইফতারে যোগ দিয়ে গিরিরাজের নিশানায় নীতীশ, এনডিএ জোটে ভাঙনের ইঙ্গিত ]

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টা নাগাদ অসমের জোরহাট থেকে অরুণাচল প্রদেশের মেচুকা ভ্যালির অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডের উদ্দেশ্যে যাওয়ার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় ভারতীয় বায়ুসেনার এএন-৩২ পণ্যবাহী বিমানটি৷ তখন বিমানটিতে সওয়ার ছিলেন আটজন কর্মী ও পাঁচজন যাত্রী-সহ মোট ১৩ জন৷ জানা গিয়েছে, উড়ানের কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আন্তনভ বিমানটির৷ এবং তারপর থেকে এখনও পর্যন্ত বিমানটির কোনও খোঁজ পাওয়া যায়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement