Advertisement
Advertisement

Breaking News

ISRO

চন্দ্রযান-৫ অভিযানে অনুমোদন কেন্দ্রের! এবার ২৫০ কেজির রোভার নামবে চাঁদের মাটিতে

চন্দ্রযান ৩-এর সাফল্যে ইতিহাস তৈরি করেছে ভারত।

ISRO Chief V Narayanan Says, Centre has accorded approval for Chandrayaan-5 Mission
Published by: Kishore Ghosh
  • Posted:March 17, 2025 1:27 pm
  • Updated:March 17, 2025 1:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশ গবেষণায় নয়া মাইল ফলকের জন্য তৈরি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সোমবার ইসরো প্রধান ভি নারায়ণন জানালেন, চন্দ্রযান ৫-এর জন্য কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র মিলেছে। চন্দ্রযান ৩-এর সাফল্যে ইতিহাস তৈরি করেছে ভারত। এর পর গত বছরই চন্দ্রযান-৪ অভিযানের জন্য অনুমোদন দিয়েছিল কেন্দ্র। এবার কেন্দ্রের ছাড়পত্র মেলায় চন্দ্রযান ৫-এর জন্যও তৈরি হবে ইসরো।

চন্দ্রপৃষ্ঠের গবেষণার জন্য প্রথমবার ২০০৮ সালে অভিযান চালায় ইসরো। চন্দ্রযান ১-এর ওই অভিযানে চাঁদের রাসায়নিক, খনিজ এবং ফটো-জিয়োলজিক (আলো-ভূতাত্ত্বিক) ম্যাপিং করা হয়। সফল না-হলেও চন্দ্রযান ২-এর উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা থেকে প্রচুর ছবি পাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা। এর পর চন্দ্রযান ৩-এর ঐতিহাসিক সাফল্য সকলের জানা।

ইতিমধ্যে চন্দ্রযান-৪ অভিযানের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্র। ভারতীয় মহাকাশ গবেষণার লক্ষ্য হল ২০২৭ সালে ওই উৎক্ষেপণের বাস্তবায়ন করা। অন্য দিকে চন্দ্রযান-৫-এর বিষয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসরো। উল্লেখ্য, চন্দ্রযান-৩ অভিযানে রোভার প্রজ্ঞানের ওজন ছিল ২৫ কেজি। চন্দ্রযান-৫ অভিযানে রোভারের ওজন ১০ গুণ বেশি, সেটির ওজন হবে ২৫০ কেজি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement